মিরর স্পোর্টস ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৪
০৫:৩১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১১, ২০২৪
০৫:৩১ পূর্বাহ্ন
চ্যাম্পিয়ন্স লিগে টানা ষষ্ঠ জয় পেল লিভারপুল। সেই সঙ্গে নিশ্চিত করল সরাসরি শেষ ষোলোয় খেলা স্প্যানিশ ক্লাব জিরোনার মাঠে মঙ্গলবার জমজমাট লড়াইয়ে ১-০ গোলে জিতেছে লিভারপুল। তাদের জয়ের নায়ক মোহামেদ সালাহ।
টানা জয়ের ধারার মাঝে গত বুধবার প্রিমিয়ার লিগে অপ্রত্যাশিতভাবে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ৩-৩ ড্র করে লিভারপুল। সেই হতাশা পেছনে ফেলার লড়াইয়ে জিরোনার আক্রমণাত্মক ফুটবলের সামনে পড়ে তারা, তবে মনোবল দৃঢ় রেখে দুই ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন্স লিগে পরের ধাপে উঠল ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।
৬ ম্যাচের শতভাগ সাফল্যে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ছয় ম্যাচে মাত্র একটিতে জয়ী জিরোনা ৩ পয়েন্ট নিয়ে আছে ৩০ নম্বরে।
এএন/০২