ক্রীড়া প্রতিবেদক
জুন ১১, ২০২৩
০৪:৫২ অপরাহ্ন
আপডেট : জুন ১১, ২০২৩
০৪:৫৪ অপরাহ্ন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে গোলাপগঞ্জের কুশিয়ারা ডিগ্রি কলেজ। আর শেষ দল হিসেবে শেষ আটে ওঠে দক্ষিণ সুরমার জালালপুর ডিগ্রি কলেজ।
রবিবার সিলেট জেলা স্টেডিামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র ছিল। পরে কুশিয়ারা ডিগ্রি কলেজ টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে মদনমোহন কলেজকে।
একই মাঠে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের শেষ ম্যাচে দক্ষিণ সুরমার জালালপুর ডিগ্রি কলেজ ৩-০ গোলে হারায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজকে।
কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচ সোমবার অনুষ্ঠিত হবে। এর মধ্যে বেলা ৩টায় প্রথম ম্যাচে জৈন্তিয়া ডিগ্রি কলেজ মোকাবেলা করবে গোয়াইনঘাট সরকারি কলেজকে। অপর ম্যাচে তাজপুর ডিগ্রি কলেজ মুখোমুখি হবে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের।
এএন/০১