সাউথ এশিয়া আঞ্চলিক জুনিয়র ব্যাডমিন্টনে সিলেটের অরিন

ক্রীড়া প্রতিবেদক


আগস্ট ১২, ২০২৩
১২:৪৩ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১২, ২০২৩
১২:৪৩ পূর্বাহ্ন



সাউথ এশিয়া আঞ্চলিক জুনিয়র ব্যাডমিন্টনে সিলেটের অরিন


নেপালের কাঠমন্ডুতে আয়োজিত দক্ষিণ এশিয়া আঞ্চলিক জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে সিলেটের উদীয়মান শাটলার আফিফা খান অরিন। ১৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশ ব্যাডমিন্টন  জাতীয় দলের  প্রতিনিধিত্ব করবেন অরিন। টুর্নামেন্টে অংশ গ্রহনের জন্য শুক্রবার অরিন নেপালের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করে।

বাংলাদেশ জাতীয় দলের কোচ শিব্বির আহম্মেদের হাতে গড়া সিলেট ব্যাডমিন্টন একাডেমীর এই শাটলা এর আগে ইউনেক্স সানরাইজ জুনিয়র ইন্টারন্যাশনাল টুর্নামন্ট,  জাতীয় পর্যায়ে  ৫১ তম ও ৫২ তম বাংলাদেশ  জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা শীতকালীন ক্রীড়া  প্রতিযোগতিা  ২০২২ ও ২০২৩, শেখ রাসেল জাতীয় স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল জাতীয় জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শীপ-২০২২, শেখ কামাল ২য়  বাংলাদেশ যুবগেমস  ২০২৩-এ তার অর্জিত ধারাবাহিক সফলতাই আজ অরিনকে জাতীয় দলে প্রতিনিধিত্ব করার পথ সুগম করেছে। স্কলার্হোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অষ্টম শ্রেনীর ছাত্রী অরিনের এমন সাফল্যে উচ্ছ্বসিত তার কোচ শিব্বির আহম্মেদ। তিনি টুর্নামেন্টে শীর্ষের সফলতা কামনায় সকলের দোয়া চেয়েছেন।

এএন/০১