এএফসি কাপের গ্রুপপর্বে খেলা হলো না আবাহনীর

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২৩, ২০২৩
০১:২০ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২৩, ২০২৩
০১:২০ পূর্বাহ্ন



এএফসি কাপের গ্রুপপর্বে খেলা হলো না আবাহনীর


কলকাতা মোহনবাগানের কাছে হেরেই এএফসি কাপে টানা দ্বিতীয়বার গ্রুপ পর্বে উঠতে ব্যর্থ ঢাকা আবাহনী। এই ব্যর্থতার দায় কিছুটা আবাহনী নিজেদেরই। আগে গোল করেও তারা জিততে পারেনি। হারের ব্যবধান ৩-১। ২০১৭ সালে এএফসি কাপের গ্রুপ পর্বে মোহনবাগান নিজেদের মাঠে ৩-১ গোলে হারায় আবাহনীকে। একই বছর দুই দলের ফিরতি ম্যাচ ঢাকায় ১-১। গত বছরও এএফসি কাপের গ্রুপে জায়গা পেতে দুই দলে প্লেঅফে মুখোমুখি হয়েছিল। মোহনবাগান নিজেদের মাঠে জেতে ৩-১ গোলে। 

যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্পষ্ট প্রাধান্য নিয়েই মঙ্গলবার খেলেছে ধারেভারে এগিয়ে থাকা মোহনবাগান। আবাহনী অনেকটা খেলার ধারার বিরুদ্ধে গোলকিপারের ভুলে সৌভাগ্যপ্রসূত গোল পেয়ে গেছে ১৭ মিনিটে। বক্সের একটু কোনা থেকে আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা বাঁ পায়ে শট নেন। সেই বল ঠিকমতো ধরতে পারেনি মোহনবাগান গোলকিপার বিশাল কাইত। বল তাঁর সামনেই পড়ে। কিন্তু আলতো টোকায় জালে পাঠান আবাহনীর গ্রানাডিয়ান ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট। সিলেটে প্রাথমিক রাউন্ডের ম্যাচেই যিনি গোল করেছিলেন মালদ্বীপের ইগলসের বিপক্ষে। 

কিন্তু ৩৭ মিনিটে শোধ হয়ে যায় সেই গোল। আবাহনীর বক্সে রাইট ব্যাক সুশান্ত ত্রিপুরা ফাউল করেন মোহনবাগানের এক খেলোয়াড়কে। পেনাল্টিতে সহজেই গোল করেন ২০২২ কাতার বিশ্বকাপে খেলা অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড জেসন কামিংস। সুশান্ত ত্রিপুরা এক মৌসুম আগে বসুন্ধরা কিংসের হয়ে লাল কার্ড দেখেছিলেন মোহনবাগানের বিপক্ষেই। আজ আবার আরেকটি ফাউল করে প্রতিপক্ষকে দিলেন পেনাল্টি।

মোহনবাগানের বিপক্ষে বাংলাদেশের কোনো ক্লাবের সর্বশেষ জয় প্রায় এক দশক আগে। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে আইএফএ শিল্ডের ম্যাচে মোহনবাগানকে হারিয়েছিল শেখ জামাল ধানমন্ডি। সেই থেকে দশ বছরেও মোহনবাগানকে আর হারাতে পারল না বাংলাদেশের কোনো ক্লাব। গত বছর তো বসুন্ধরা কিংস মোহনবাগানের সামনে উড়ে যায় ৪-০ গোলে। এবার ইগলসকে হারিয়ে আশা জাগিয়েও শেষ পর্যন্ত নিরাশার গল্পও লিখল আবাহনী।

এএন/০১