ছেলেকে হেলিকপ্টারে বিয়ে করালেন কৃষক বাবা

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০৭, ২০২৩
০২:৪৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৭, ২০২৩
০২:৪৮ অপরাহ্ন



ছেলেকে হেলিকপ্টারে বিয়ে করালেন কৃষক বাবা


হবিগঞ্জে হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন নাসির মিয়া। নাসির ইতালি প্রবাসী হলেও কৃষক বাবার স্বপ্ন পূরণে তিনি হেলিকপ্টারে চড়ে বিয়ে করেন। এ সময় কয়েকশ লোক ভিড় জমান হেলিকপ্টার দেখতে।

বুধবার (৬ সেপ্টেম্বর) জেলা শহরের শায়েস্তানগর এলাকায় আব্দুল আলী কমিটিউনিটি সেন্টারে এ বিয়ে সম্পন্ন হয়।

নাসির কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বরাগীকান্দি গ্রামের কৃষক হাছান আলীর ছেলে। কনে হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের মুদি দোকানি কুদরত আলীর মেয়ে কলেজছাত্রী মাশিয়াত জাহান প্রমি।

বুধবার দুপুরে কিশোরগঞ্জের আদমপুর বাজার থেকে বরবাহী হেলিকপ্টারটি হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়। অল্প সময়ের মধ্যেই কনের বাড়ির একটি ঈদগাহে অবতরণ করে। পরে গাড়ি করে কমিউনিটি সেন্টারে যায়।

বিকেলে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর নাসির উদ্দিন হেলিকপ্টারে করে কনে প্রমিকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় কয়েকশ লোক ভিড় জমান হেলিকপ্টার দেখতে।

বর নাসির মিয়া জানান, বাবার ইচ্ছে পূরণ করতে তিনি হেলিকপ্টারে চরে বিয়ে করেছেন। এই আনুষ্ঠানিকতা উভয় পরিবারের সদস্যরা উপভোগ করেন।

বরের বাবা হাছান আলী জানান, তার অনেক দিনের স্বপ্ন ছিল ছেলেকে হেলিকপ্টারে বিয়ে করাবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ায় আনন্দের শেষ নেই।

কনের বাবা কুদরত আলী বলেন, আমাদের গ্রামের আর কেউ হেলিকপ্টারে চরে বিয়ে করেনি। এই বিয়েতে গ্রামবাসীও আনন্দিত হয়েছেন।


এএফ/০৪