বঙ্গবন্ধু গোল্ডকাপে সুনামগঞ্জ, বঙ্গমাতায় সিলেট চ্যাম্পিয়ন

খেলা ডেস্ক


অক্টোবর ১২, ২০২৩
০৩:৫৯ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১২, ২০২৩
০৩:৫৯ পূর্বাহ্ন



বঙ্গবন্ধু গোল্ডকাপে সুনামগঞ্জ, বঙ্গমাতায় সিলেট চ্যাম্পিয়ন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩


‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩’, সিলেট বিভাগীয় পর্যায়ের দুটি টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বুধবার। সিলেট বিভাগীয় প্রশাসন ও সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে সিলেট নগরের রিকাবী বাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্ট দুটি সম্পন্ন হয়। 

বঙ্গমাতা টুর্নামেন্টে সিলেট জেলা সুনামগঞ্জ জেলাকে ১-০ গোলে হারিয়ে সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গবন্ধু টুর্নামেন্টে সুনামগঞ্জ জেলা সিলেট জেলাকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা বেগম চৌধুরী। সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের উপপরিচালক মো. জালাল উদ্দিন। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, ক্রীড়া ব্যক্তিত্ব মারিয়াম চৌধুরী মাম্মি। বিভাগ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের মধ্যে উপস্থিত ছিলেন মো. সাখাওয়াত এরশেদ, হবিগঞ্জ জেলার এডিপিও গকুল চন্দ্র দেবনাথ, সিলেট জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন, সিলেট সদর উপজেলা শিক্ষা অফিসার আবদুল জলিল তালুকদার, বিয়ানীবাজার উপজেলা শিক্ষা অফিসার মো. রোমান মিয়া। জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান মো. কামাল আহমদ, সিলেট জেলা পরিষদ সদস্য মস্তাক আহমদ পলাশ।  

অনুষ্ঠান সঞ্চালনা ও ধারাভাষ্যে ছিলেন সিলেট সদর উপজেলার দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার নাথ। ধারাভাষ্যে আরও ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. সোহেল রানা, সহকারী শিক্ষক অজিত পাল, নীলকন্ঠ দাস ও প্রমথেশ দত্ত। 

খেলা পরিচালনার বিভিন্ন দায়িত্বে ছিলেন-উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর একেএম আনিসুজ্জামান ভুঁইয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার লিপিকা রায়, আশরাফুল ইসলাম, অনুকুল চন্দ্র দাস, গোপাল সূত্রধর, প্রধান শিক্ষক নাসিমা আক্তার চৌধুরী, মোবারক হোসেন, সুমন চন্দ্র তালুকদার, অপূর্ব দাস, সহকারী শিক্ষক বিমল দাস, আবদুল হাই, মৃদুল দেবনাথ, জুবায়ের আহমদ, শান্তনু রায়, ফাহমিদা পারভীন, রোমানা বেগম, ছন্দা রানী দাস, কুমকুম ইয়াসমীন, ইসরাত জাহান, শাকিলা বেগম, সুলতান আহমদ প্রমুখ। খেলার ম্যাচ রেফারি ছিলেন বাফুফের দিপাল কুমার সিংহ ও সমর চৌধুরী। 

এএন/০৭/১২১০২৩