রাবাদাদের বোলিং তোপে বিপদে অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক


অক্টোবর ১২, ২০২৩
০৮:৪৩ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১২, ২০২৩
০৮:৪৯ অপরাহ্ন



রাবাদাদের বোলিং তোপে বিপদে অস্ট্রেলিয়া


বোলিং-ফিল্ডিংয়ের হতাশাটা ব্যাটিংয়েও টেনে এনেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার ৩১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এরমধ্যে মাত্র ৯৬ রানে ৬ উইকেট খুইয়ে ধুকছে অজিরা। কাগিসো রাবাদা-লুঙ্গি এনগিদিদের বোলিং তোপের সামনে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়ার টপঅর্ডার। পরে রাবাদা হাজির হন রণমূর্তিতে। 

দলীয় ২৭ রানে মিচেল মার্শের উইকেটে দিয়ে ভাঙন শুরু হয়। মার্কো ইয়ানসেনের বলে টেম্বা বাভুমার হাতে ক্যাচ দিয়ে ৭ রানে ফেরেন মার্শ। পরের ওভারে মার্শের পথ অনুসরণ করেছেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার। এবার বোলার এনগিদি। তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ানোর আভাস দেন স্টিভ স্মিথ ও মারনাস লাবুশানে। দুজনের ২৩ রানের জুটিটা পূর্ণতা পাওয়ার আগে আউট হয়েছেন স্মিথ। রাবাদার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন তিনি। ১৬ বলে ৪ চারের মারে ১৯ রান এসেছে তাঁর ব্যাট থেকে।

স্মিথের বিদায়ের ৬ রানের ব্যবধানে ফিরেছেন উইকেটকিপার ব্যাটার জশ ইংলিশ। রাবাদার বলে তিনি বোল্ড হয়েছেন। ছয় ওভার বল ঘুরিয়ে ২২ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। 

ইনিংসের ২৫ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯৬ রান। 



এএফ/