সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৩
০৫:১৬ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৩, ২০২৩
০৫:১৬ পূর্বাহ্ন
কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে রুখে দিয়েছে ভেনেজুয়েলা। ম্যাচে জয়ের পথে থাকা নেইমার-রিচার্লিদের স্তব্ধ করে দেয় ভেনেজুয়েলার বেল্লোর গোল।এতে অপেক্ষাকৃত দুর্বল ভেনেজুয়েলার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে সেলেকাওদের।
শুক্রবার (১৩ অক্টোবর) সকালে অ্যারেনা পান্তানালে ২০২৬ বিশ্বকাপের কনমেবল অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। দিনের অন্য ম্যাচে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে আর্জেন্টিনা। শীর্ষে উঠার সুযোগ থাকা স্বত্বেও হোঁচট খেয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল।
গত মাসে বলিভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে পেরুর বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছিল ব্রাজিল।
এএন/০৪/১৩১০২৩