জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সিলেট দেশসেরা

খেলা ডেস্ক


অক্টোবর ১৪, ২০২৩
০২:১৮ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৪, ২০২৩
০২:১৮ পূর্বাহ্ন



জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সিলেট দেশসেরা


বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় ঢাকা ভেন্যুতে অনুষ্ঠিত ‘‘৩৮তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দেশসেরা হয়েছে সিলেট জেলা ব্যাডমিন্টন দল (পুরুষ)। এর মধ্যে দ্বৈতে চ্যাম্পিয়ন ও রানার-আপ এবং এককে রানার-আপ হয়েছে।

দ্বৈতে গৌরব সিংহ ও আব্দুল জাহির তানবির চ্যাম্পিয়ন, মো. মিজানুর রহমান ও মো. রাহাতুল নাঈম রানার-আপ হয়।  এককে  রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে মো. আব্দুল হামিদ লোকমান। 

এদিকে, এমন সাফল্যে সিলেট জেলা ব্যাডমিন্টন দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট বিভাগীয় ব্যাডমিন্টন কমিটির সভাপতি কামরান আহমদ, সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম শামীম ও সম্পাদক লিয়াকত হোসেন। 

এএন/০৪/১৪১০২৩