খেলা ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৩
০৪:৫৫ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১৫, ২০২৩
০৪:৫৫ অপরাহ্ন
একদিন আগেই টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড সংগ্রহ দাঁড় করিয়েছিল আর্জেন্টিনা। ২০ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ৪২৭ রান করে বিশ্বরেকর্ড গড়ে তারা। চিলিকে ৬৩ রানে অলআউট করে ম্যাচ জিতে নেয় ৩৬৪ রানের বিশাল ব্যবধানে।
সেই রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনশ' রান করলো মেসির দেশ। ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩০০ রান করে আর্জেন্টিনা। চিলিকে ১৯ রানে অলআউট করে ম্যাচ জেতে ২৮১ রানে। আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১০৫ রান তুলেন মারিয়া। ৫৬ বলে ১৩ চার ও ১ ছক্কায় করা সাজানো ছিল মারিয়ার ইনিংসটি।
৩০১ রানের লক্ষ্যে খেলতে নেমে চিলির মেয়েরা ৯.২ ওভারে অলআউট হয় মাত্র ১৯ রানে। দলের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক। মিরান্ডা তিন রান ও সোফিয়া করেন এক রান। বাকি ৯ জন আউট হন শূন্য রানে। স্বীকৃত ক্রিকেটে এক ইনিংসে ৯ জনের শূন্য রানের আউট হওয়ার এটিই লজ্জাজনক বিশ্বরেকর্ড।
এএন/০১/১৬১০২৩