নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৬, ২০২৫
০৭:৫৭ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২৫
০৭:৫৭ অপরাহ্ন
আইনি লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সিলেট জেলার কাউন্সিলর হলেন সাবেক ক্রিকেটার ও সিলেট ডিএসএর অ্যাডহক কমিটির সদস্য সৈয়দ ফজলে এলাহী অভি। বিসিবির খসড়া তালিকায় সিলেট জেলার কোনো প্রতিনিধি না থাকায় তীব্র সমালোচনা শুরু হয়। পরে আইনি লড়াইয়ে অভি কাউন্সিলর মনোনীত হন।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিসিবির প্রকাশিত চূড়ান্ত তালিকায় সিলেট জেলার কাউন্সিলর হিসেবে সৈয়দ ফজলে এলাহী অভির নাম অন্তভূক্ত করা হয়।
জানা গেছে, বিসিবির নির্বাচনকে কেন্দ্র করে সিলেট জেলার কাউন্সিলর মনোনয়নের জন্য সিলেটের জেলা প্রশাসক বরাবর চিঠি দেয় দেশীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। চিঠিতে ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র (২০২৪ সালে সংশোধিত) এর প্রাসঙ্গিক অনুচ্ছেদে বর্ণিত ৯.১ এর (ক) ও (খ) অনুসরণ করে নাম প্রেরণ করতে বলা হয়। এই ধারার (ক) এ উল্লেখ করা আছে- ‘... তবে শর্ত থাকে যে, প্রতিটি আঞ্চলিক ক্রিকেট সংস্থা হইতে সাবেক ক্রিকেট খেলোয়াড়/ ক্রিকেট সংগঠককে অগ্রাধিকার ভিত্তিতে বিসিবির কাউন্সিলর হিসেবে ঐ আঞ্চলিক ক্রিকেট সংস্থার সভাপতি অথবা ক্ষেত্র বিশেষে ঐ বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মনোনীত করিবেন।’ একই ধারা (খ) তে বলা হয়েছে- ‘তবে শর্ত থাকে যে, প্রতিটি জেলা ক্রিকেট সংস্থা হইতে সাবেক ক্রিকেট খেলোয়াড়/ ক্রিকেট সংগঠককে অগ্রাধিকার ভিত্তিতে বিসিবির কাউন্সিলর হিসেবে ঐ জেলা ক্রিকেট সংস্থার সভাপতি অথবা ক্ষেত্র বিশেষে ঐ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মনোনীত করিবেন।’
তবে সিলেট জেলার ক্ষেত্রে এ নিয়ম না মেনে সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির বাইরের একজনকে মনোনীত করেন অ্যাডহক কমিটির সভাপতি। ফলে ক্রিকেট বোর্ড সেই মনোনয়ন বাতিল করে দেয়। এরপর ফের মনোনয়ন পাঠাতে বলা হলেও সিলেট থেকে তা পাঠানো হয়নি। ফলে প্রকাশিত খসড়া তালিকায় সিলেট কাউন্সিলর শূন্য থেকে যায়। এরপর বিষয়টি গড়ায় আইনী লড়াইয়ে। গত ২৪ সেপ্টেম্বর বিসিবির নির্বাচন কমিশনের কাছে আপত্তিপত্র দাখিল করেন সিলেট ডিএসএর দুই সদস্য বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজিন সালেহ ও জেলা দলের সাবেক ক্রিকেটার সৈয়দ ফজলে এলাহী অভি। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শুনানি অনুষ্ঠিত হয়। এরপর আজ শুক্রবার প্রকাশিত চূড়ান্ত তালিকায় সিলেটের কাউন্সিলর হিসেবে অভির নাম সংযুক্ত করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে সিলেট ডিএসএর অ্যাডহক কমিটির সদস্য সৈয়দ ফজলে এলাহী অভি বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে সিলেট জেলার কাউন্সিলর হিসেবে অন্তভূক্তির আবেদনে আমরা উল্লেখ করি- সিলেটের কাউন্সিলরশীপ না থাকলে সিলেট জেলা বিসিবি থেকে কোনো বরাদ্দ পাবে না। তখন খেলা হবে না। পদশূন্য থাকলে আইসিসির রুল অনুযায়ী কিছু না পাওয়া গেলে খেলায় বিঘ্ন ঘটবে এবং সিলেট জেলা বঞ্চিত হবে। বিজ্ঞ নির্বাচন কমিশন বিষয়টি উপলব্ধি করতে পারায় সিলেটের কাউন্সিলর দিয়েছেন।’
এএফ/০৪