আমলা-বাবরের রেকর্ড ভাঙলেন শুভমান গিল

খেলা ডেস্ক


অক্টোবর ২৩, ২০২৩
১২:২২ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৩, ২০২৩
১২:২২ পূর্বাহ্ন



আমলা-বাবরের রেকর্ড ভাঙলেন শুভমান গিল


দ্রুততম দুই হাজার আন্তর্জাতিক ওয়ানডে রান করার কীর্তি গড়েছেন ভারতের তরুণ ওপেনার শুভমান গিল। ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৩১ বলে ২৬ রানের ইনিংস খেলে ওই রেকর্ড গড়েন ডানহাতি ব্যাটার গিল। 

জ্বরের কারণে বিশ্বকাপের শুরুতে দলের জার্সিতে খেলতে না পারা গিল ৩৮ ইনিংসে দুই হাজার (২০১২) রান করেছেন। তার আগে সবচেয়ে কম ৪০ ইনিংসে দুই হাজার রান করেছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকার ব্যাটার হাশিম আমলা। 

এছাড়া ৪৫ ইনিংসে দুই হাজার ওয়ানডে রান করার কীর্তি আছে চার ব্যাটারের। তাদের একজন ৭৬ বছর বয়সী পাকিস্তানি ব্যাটার জহির আব্বাস। ৪৫ ইনিংসে দুই হাজার রান করলেও ৬২ ম্যাচের ৬০ ইনিংসে ৭ সেঞ্চুরি ও ১৫ ফিফটিতে জহির ২ হাজার ৫৭২ রানে ক্যারিয়ার শেষ করেন। 

এছাড়া সাবেক ইংলিশ ব্যাটার কেভিন পিটারসন ৪৫ ইনিংসে দুই হাজার ওয়ানডে রান পূর্ণ করেন। অন্য দু’জন ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলছেন। যাদের একজন পাকিস্তানের বাবর আজম ও দক্ষিণ আফ্রিকার রেসি ফন ডার ডুসেন।

এএন/০১/২৩১০২৩