স্বপ্ননগরীতে আরব্য রজনীর অপেক্ষা

খেলা ডেস্ক


অক্টোবর ২৪, ২০২৩
১০:৫৫ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৪, ২০২৩
১০:৫৫ পূর্বাহ্ন



স্বপ্ননগরীতে আরব্য রজনীর অপেক্ষা

আরব সাগর পাড়ের স্বপ্ননগরী মুম্বাই। এককালের জেলেপল্লী এখন ভারতের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র, হিন্দি সিনেমার হৃৎপিন্ড। তারাদের এখানে আকাশে নয়, মান্নাত কিংবা গ্যালাক্সিতেও ঝলমল করতে দেখা যায়। প্রচলিত প্রবাদ, মুম্বাইতে এক রাতে ভাগ্য বদলে যায়। ফুটপাতে শোয়া ছেলেটা হয়ে যায় বাদশা, টানা সাত সাতটা ফ্লপ ছবির অভিনেতা হয়ে ওঠে কিংবদন্তি। বিশ্বকাপে বাংলাদেশ দলের অবস্থা শাহরুখ খান কিংবা অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের শুরুর দিকের মতো। চার ম্যাচে মাত্র একটা জয়, সম্ভাবনার সব দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছে। এরকম অবস্থা থেকেই ঘুরে দাঁড়িয়েছিলেন শাহরুখ-অমিতাভরা। বক্স অফিসের একটা শুক্রবার বদলে দিয়েছিল তাদের ভাগ্য। মঙ্গলবারের ওয়াংখেড়ে কি আরব্য রজনীর আলিবাবার মতো প্রাচুর্যে ভরিয়ে দেবে বাংলাদেশকেও? নাকি বিসর্জনের রাতে সলিলে তলিয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নও, কারণ পাঁচ ম্যাচে চার হার মানে নভেম্বরের ১২ তারিখ রিটার্ন টিকিট কনফার্ম করে ফেলা। কাল প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার পর কোনো সংবাদ সম্মেলনেই আসেননি বাংলাদেশ অধিনায়ক। এলেন এমন সময় যখন তার চোট নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। দলে চ-িকা হাথুরুসিংহে এবং অ্যালান ডোনাল্ডের সঙ্গে তার মতানৈক্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা বাড়ছে। পেস বোলিং কোচের সঙ্গে একাদশে পেসার কমিয়ে স্পিনার বাড়ানো নিয়ে বিবাদ, ডোনাল্ডের বিশ্বকাপের পর চুক্তির মেয়াদ নবায়ন না করা এমন সব তথ্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে। সাকিব আড়াল ভেঙে এসেছেন, তাতে কিছু রহস্যের খোলাসা হয়েছে। যেমন সাকিব নিজেই বলেছেন আজ তার খেলার সম্ভাবনা জোরালো, ‘গতকাল যখন অনুশীলন করেছি কোনো কিছু ফিল করিনি। নেগেটিভ কোনো কিছু ফিল করিনি। আজও ট্রেনিং করব। যদি সবকিছু ঠিকঠাক থাকে আশা করি তাহলে ফিট ইনশাআল্লাহ। হ্যাঁ আজকের (গতকাল) ফিটনেস টেস্ট প্লাস ব্যাটিংয়ে কালকে কোনো প্রবলেম হয়নি। মনে হয় না আজও কোনো সমস্যা হওয়ার কথা। রানিং করা হয়নি, রানিং করে দেখা হবে। যদি রানিংয়ে কোনো সমস্যা না থাকে তাহলে আলহামদুল্লিাহ।’

ভারতের বিপক্ষে ম্যাচের আগেও তাকে অনুশীলনে দেখা গিয়েছিল, বিশেষ করে ব্যাটিংয়ে। তাহলে কেন শেষ পর্যন্ত খেললেন না, এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘একটু তো আনকমফোরটেবল লাগছিলই। ওই হানড্রেড পারসেন্ট... ভালো অবস্থানে আমি ছিলাম। প্লাস এটা একটু গুরুত্বপূর্ণ ছিল যে আমি ওই ম্যাচটা খেলতে গিয়ে বাকি পাঁচটা ম্যাচ মিস করি বা এক দুই ম্যাচ মিস করি... সেই রিস্ক নিয়ে, তাসকিনের ক্ষেত্রে যেটা... ওরকম করলে ভালো হয় কি না। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন পর্যন্ত খুব ভালো অবস্থায় আছি, কোনো পেইন নেই। কোনো খারাপ কিছু অনুভব করছি না। শারীরিকভাবেও ভালো মনে হচ্ছে। এখন কেবল একটু টেস্ট করে দেখা নিজেকে।’

সাকিবকে কভিড-১৯ ভাইরাস থেকে সেরে উঠেও দ্রুতই মাঠে নেমে পড়তে দেখা গেছে অতীতে, ভারতের শুবমান গিল ডেঙ্গু জ্বর থেকে সেরে উঠে ছন্দে ফিরে এসেছেন; তাই আশা করা যায় সাকিবও দেখা দেবেন সেরা সামর্থ্যইে। যেটা বাংলাদেশের জন্য খুব দরকার।

২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানোর সেই ম্যাচে মোহাম্মদ আশরাফুলের ৮৭ রানের ইনিংসের আড়ালে চাপা পড়ে গেছে তিন বাঁহাতি স্পিনারের কীর্তি। সেদিন সাকিব নিয়েছিলেন ২ উইকেট, আব্দুর রাজ্জাক তিনটি আর মোহাম্মদ রফিক একটি। ওভালে ২০১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল বাংলাদেশ, সেই ম্যাচে সাকিবের ৭৫ রান ও ১ উইকেট। ২০২২ সালেও দক্ষিণ আফ্রিকায় গিয়ে ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে দেওয়ার ম্যাচে সাকিবের ব্যাটে ছিল ৭৭ রান। বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা প্রোটিয়াদের থামাতে সাকিবের মাথার পাশাপাশি ব্যাটে-বলে পারফরম্যান্সও লাগবে।

ওয়াংখেড়ের এই মাঠেই দিনকয়েক আগে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের দর্পচূর্ণ করেছে দক্ষিণ আফ্রিকা। তাদের সামনে বাংলাদেশ স্রেফ খড়কুটোর মতোই উড়ে যাওয়ার কথা। আর সেখানেই সম্ভাবনার অঙ্ক দেখেন সাকিব, ‘বিশ্বকাপে আমরা একটা একটা করে ম্যাচ ধরে ভাবছি। ইংল্যান্ডকে দেখেছি দক্ষিণ আফ্রিকার কাছে হারতে আবার দক্ষিণ আফ্রিকাকেও দেখেছি নেদারল্যান্ডসের কাছে হেরে যেতে। বিশ্বকাপে এটা খুবই সম্ভব আর বিশ্বকাপেই এমনটা হয়। আমাদের নিজেদের সেরা খেলাটা খেলতে হবে কারণ নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে।’

শেষ পর্যন্ত কি সেই ভাগ্যের কাছেই সব সঁপে দেওয়া? যে ভাগ্য যাচাই করতে রোজ অনেক মানুষ আসে মুম্বাইতে। শাহরুখ খান বলিউডে তার রাজত্ব গড়েছিলেন ‘বাজিগর’ ছবি দিয়ে, প্রতিষ্ঠিত করেছিলেন নতুন ‘অ্যান্টি-হিরো’ ঘরানা। যে ছবিটা অনিল কাপুর, সালমান খান, অক্ষয় কুমাররা করতে চাননি সেটাই করলেন শাহরুখ, তারপর সেই ছবির ভাষায় হেরে গিয়েও জিতে গেলেন! নভেম্বরের একটা শুক্রবার বদলে দিল দিল্লি থেকে বম্বে আসা এক যুবকের ভাগ্য। রাজেশ খান্না, রাজকুমার, ধর্মেন্দ্র, দেব আনন্দরা যে ছবি করতে চাননি, সেই ছবিটা করলেন এলাহাবাদ রেডিওর অ্যানাউন্সারের চাকরি ছেড়ে আসা এক লম্বা যুবক, যার আগের ৭টা ছবি ফ্লপ। সেই ‘জাঞ্জির’ অমিতাভ বচ্চনকে দিল অমরত্ব। বিজয়া দশমীর রাত কি দেবে সাকিবকে? নিজের শেষ বিশ্বকাপ, এই ম্যাচটা জিতলে আইসিইউ থেকে কেবিনে ফিরবে বাংলাদেশ, হারলে পরের ম্যাচগুলো স্রেফ আনুষ্ঠানিকতা।

দক্ষিণ আফ্রিকার হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন এইডেন মার্করাম। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা কি ফর্মের কারণে বাদ নাকি আসলেই অসুস্থ এমন একটা প্রশ্ন ঘুরছে। বাভুমার বদলে রেজা হেনড্রিক্স এসে আগের ম্যাচেই করেছেন ৮৫ রান। তাকে বাদ দিয়ে ৩ ম্যাচে ৫৯ রান করা বাভুমাকে ফেরানো আদৌ যৌক্তিক কি না সেটাই আড়াল করতে মার্করাম বলেছেন, ‘তেম্বা (বাভুমা) উন্নতি করছে। এখনো তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কাল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, সে অনেকটাই সেরে উঠেছে।’

আরব্য রজনীর বোতলবন্দি দৈত্যের যে গল্প শোনা যায়, হেনরিক ক্লাসেন যেন সেই প্রমত্ত শক্তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭৪, ইংল্যান্ডের বিপক্ষে ১০৯ ক্লাসেন যেন এক টর্নেডো। আরব সাগর পাড়ে এই ঝড়ের ধ্বংসলীলা থেকে বাংলাদেশ যদি বেঁচে যায়, তাহলে সেটা হবে আরব্য রজনীর গল্পের মতোই। তা না হলে হাজারো মানুষ, যারা মুম্বাইতে স্বপ্ন নিয়ে এসে ফিরে যান তাদের কাতারে নাম লেখাবে বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। দুর্গা প্রতিমা বিসর্জনের রাতে তাদের বিশ্বকাপ স্বপ্নেরও যে ঘটবে সলিল সমাধি।

আরসি-০৫