প্রোটিয়াদের ছক্কার নতুন রেকর্ড

খেলা ডেস্ক


নভেম্বর ০১, ২০২৩
০৯:৪৫ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০১, ২০২৩
০৯:৪৫ অপরাহ্ন



প্রোটিয়াদের ছক্কার নতুন রেকর্ড


চলতি বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই দলীয় সংগ্রহ তিন’শর উপরে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বড় সংগ্রহ গড়ার পথে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা তৈরি করেছে চার-ছক্কার জোয়ার। বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা।

বুধবার (১ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ টি ছক্কা হাঁকায় দলটি। তাতে বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি ৮২ ছক্কার নতুন রেকর্ড গড়ে।

এর আগে ২০১৯ বিশ্বকাপে শিরোপা জয়ের পথে ৭৬ ছক্কা হাঁকায় ইংল্যান্ড। তাদের ওই রেকর্ড গড়তে খেলতে হয়েছে ১১ ইনিংস। সেখানে ৭ ইনিংসে ৮২ ছক্কার নতুন রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। নতুন রেকর্ড যে এক’শ পার করে সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ, এখনও যে দক্ষিণ আফ্রিকার সামনে বাকি আরও দুই ম্যাচ। পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় থাকলে সেমিফাইনাল পেরিয়ে দলটি যেতে পারে ফাইনালে। তখন সংখ্যাটা হবে আরও বেশি।

দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের হাঁকানো ৮২ ছক্কার মধ্যে সবচেয়ে বেশি ১৮ টি হাঁকান কুইন্টন ডি কক। এ ছাড়া হেনরিখ ক্লাসেন ১৭ টি ও ডেভিড মিলার হাঁকান ১৪ ছক্কা। মার্কো ইয়ানসেন ৯, এইডেন মার্করাম ৮ ও রসি ফন ডার ডুসেন হাঁকান ৭ ছক্কা। ছক্কার নতুন রেকর্ডের পর তিন’শ পেরোনো দলীয় সংগ্রহের নতুন রেকর্ড গড়েছে। অস্ট্রেলিয়াকে টপকে টানা ৮ ইনিংসে তিন’শ রানের দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। এর  আগে ২০০৭ সালে টানা ৭ ইনিংসে অস্ট্রেলিয়া তিন’শ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল।


এসই/০৩