ভূমিকম্পে কাঁপলো দিল্লি, নিরাপদে আছেন বাংলাদেশ ক্রিকেটাররা

খেলা ডেস্ক


নভেম্বর ০৪, ২০২৩
০৩:০৪ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৪, ২০২৩
০৩:০৪ পূর্বাহ্ন



ভূমিকম্পে কাঁপলো দিল্লি, নিরাপদে আছেন বাংলাদেশ ক্রিকেটাররা


নেপালের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের দিল্লি। শুক্রবার (৩ নভেম্বর) রাতে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে নেপালে সৃষ্ট ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪।

বিশ্বকাপে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে এই মুহূর্তে ভারতের দিল্লিতে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সাকিব-মুশফিক-রিয়াদরা সেখানে নিরাপদেই আছেন বলে জানা গেছে।

দিল্লি থেকে যমুনা টেলিভিশনের স্পোর্টস রিপোর্টার হাসান আল মারুফ জানান, ক্রিকেটাররা নিরাপদে আছেন। সেখানে পেশাগত কাজে অবস্থান করা গণমাধ্যমকর্মীসহ বাংলাদেশি ভ্রমণকারীরাও নিরাপদেই আছেন। রাত সাড়ে ১২টা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত ১১টা ৩২ মিনিট ৫৪ সেকেন্ডে নেপালে ভূমিকম্প হয়। রাজধানী কাঠমাণ্ডু থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ৩৩১ কিমি দূরে এর অবস্থান ছিল। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এটির উৎসস্থল ছিল।


এএফ/০৫