খেলা ডেস্ক
নভেম্বর ০৫, ২০২৩
০৫:০২ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০৫, ২০২৩
০৫:০২ অপরাহ্ন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিন অলরাউন্ডার সুনীল নারিন। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন তিনি। ইনস্টাগ্রামে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
নারিন বলেছেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে চার বছর আগে খেলেছি। তবে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছি আজ। জনসম্মুখে আমি কম কথা বলি। তবে ব্যক্তিগতভাবে অনেকে আমার ক্যারিয়ারজুড়ে অনেক সমর্থন দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার স্বপ্নপূরণ হওয়ায় আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
এছাড়া নারিন আন্তর্জাতিক ক্রিকেটে যেসব কোচ, সতীর্থদের সঙ্গে খেলেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন। বর্তমানে তিনি ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেট সুপার ৫০ কাপে খেলছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটাই তার শেষ মৌসুম বলেও উল্লেখ করেছেন এই স্পিন অলরাউন্ডার।
নারিনের ২০১১ সালে ওয়ানডে এবং ২০১২ সালে টেস্ট ও টি-২০ অভিষেক হয়। দেশের হয়ে ছয়টি টেস্ট খেলেছেন তিনি। ওয়ানডে ও টি-২০ খেলেছেন যথাক্রমে ৬৫টি ও ৫১টি। উইকেট নিয়েছেন যথাক্রমে ৯২টি ও ৫২টি। ২০১৬ সালের পর ওয়ানডে এবং ২০১৯ সালের পর আন্তর্জাতিক টি-২০ খেলেননি তিনি।
এএন/০২/০৬১১২৩