সাকিবের বিশ্বকাপ শেষ

খেলা ডেস্ক


নভেম্বর ০৭, ২০২৩
০৭:০০ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৮, ২০২৩
০৯:১২ পূর্বাহ্ন



সাকিবের বিশ্বকাপ শেষ

বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পান তিনি। খেলা শেষে এক্স-রে তে চিড় ধরা পরে। যে কারণে ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

বিষয়টি আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেন, 'ইনিংসের শুরুতেই বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। ম্যাচের পর দিল্লিতে তার জরুরি এক্স-রে করা হয়, সেখানে পিআইপি জয়েন্টে চিড় ধরা পড়ে। যা সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে।’

পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে আজই সাকিবের বাংলাদেশে ফিরে আসার কথা।