চরম অসন্তোষ নিয়ে ডোনাল্ড বললেন, ‘আমি চলে যাচ্ছি’

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ০৯, ২০২৩
০২:৪৯ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৯, ২০২৩
০২:৪৯ অপরাহ্ন



চরম অসন্তোষ নিয়ে ডোনাল্ড বললেন, ‘আমি চলে যাচ্ছি’


বিশ্বকাপে শেষ ম্যাচের পর বাংলাদেশের সঙ্গে আর থাকছেন না অ্যালান ডোনাল্ড। দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে চরম হতাশা নিয়ে জানিয়েছেন, 'হ্যাঁ, আমি বাড়ি ফিরে যাচ্ছি।' 

চলতি বিশ্বকাপের পর ডোনাল্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা এমনিতেই ছিল বিসিবির। তবে পেসারদের উন্নতিতে ভূমিকা রাখা দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তির সঙ্গে নতুন চুক্তি করাও ছিলো আলোচনায়।

তবে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাকিব আল হাসানের টাইমড আউট করার ঘটনায় এই কোচ নিজের অখুশি জানিয়ে একটি সাক্ষাৎকার দেন। এরপর বিসিবির তার কাছে ওই মন্তব্যের কারণ জানতে চায়।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার দলীয় সভায় ডোনাল্ড চাকরি ছাড়ার কথা জানিয়েছেন। এই খবরের সত্যতা জানতে চেয়ে ডোনাল্ডকে বার্তা পাঠানো হলে তিনি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন তিনি আর থাকছেন না, তবে তবে সেটা যে কোন সুখকর পন্থায় হচ্ছে না সেটাও বুঝিয়ে দেন এই কোচ,  'বাব্বা! আমি জানি কে এই সভায় ছিলেন, আমি জানি এটা কে। যেভাবে এটা বর্ণনা করা হলো তা দারুণ।  হ্যাঁ, আমার শেষ। আমি বাড়ি চলে যাচ্ছি।'


দ্য ডেইলি স্টার/এএফ-১১