আইসিসির সম্মাননা পাচ্ছেন তিন ক্রিকেটার

খেলা ডেস্ক


নভেম্বর ১৪, ২০২৩
১২:৩৫ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ১৪, ২০২৩
১২:৩৫ পূর্বাহ্ন



আইসিসির সম্মাননা পাচ্ছেন তিন ক্রিকেটার


খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার অনেকবারই হাতে-নাতে মাঠে পেয়েছেন বীরেন্দর শেবাগ, অরবিন্দ ডি সিলভা ও ডায়ানা এদুলজি। তবে এবার বর্ণাঢ্য ক্যারিয়ারের সম্মানসূচক স্বীকৃতি পাচ্ছেন তাঁরা। আইসিসির ‘হল অব ফেমে’ জায়গা পেয়েছেন ক্রিকেট ইতিহাসের তিন কিংবদন্তি। 

এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিবৃতিতে জানিয়েছে, আইসিসির হল অব ফেমে সর্বশেষ যুক্ত হয়েছেন খেলাটির তিন কিংবদন্তি। 

ভারতীয় নারী দলের হয়ে তিন দশকের ক্যারিয়ার এদুলজির। ভারতের হয়ে অধিনায়কত্বও করেছিলেন তিনি। তাঁকে ভারতীয় নারী ক্রিকেটের অগ্রদূত হিসেবে ধরা হয়। দীর্ঘ এই ক্যারিয়ারে ২০ টেস্ট ও ৩৪ ওয়ানডে খেলেছেন তিনি। সব সংস্করণ মিলিয়ে ৬১৫ রানের বিপরীতে বাঁহাতি স্পিনে ১০৯ উইকেটে নিয়েছেন ভারতীয় কিংবদন্তি। 

দীর্ঘ ক্যারিয়ারে কখনো বিশ্বকাপ জিততে পারেননি এদুলজি। অবশ্য তিনি নন এখন পর্যন্ত কোনো বিশ্বকাপই জিততে পারেনি ভারতের নারী দল। নারী কিংবদন্তি জিততে না পারলেও ভারতের হয়ে বিশ্বকাপ জিতেছেন শেবাগ। ২০০৭ সালে টি–টোয়েন্টি সংস্করণের প্রথম বিশ্বকাপ জয়ের পর ২০১১ ওয়ানডে বিশ্বকাপের জয়ী সদস্যও ভারতের সাবেক ওপেনার। ভারতকে দুই বিশ্বকাপ জেতাতেই অনন্য অবদান ছিল তাঁর। 

খেলোয়াড়ি জীবনে বিধ্বংসী ওপেনার হিসেবেই পরিচিত ছিলেন শেবাগ। সব সংস্করণেই নিজের আক্রমণাত্মক ব্যাটিং মেজাজে খেলেছেন তিনি। মূলত, ওপেনিং জুটির সংজ্ঞাই বদলে দিয়েছিলেন তিনি। ক্যারিয়ারে সব সংস্করণ মিলিয়ে ১৭ হাজারের বেশি রান করেছেন সাবেক ওপেনার। সঙ্গে উইকেট নিয়েছেন ১৩৬ টি। 

হল অফ ফেমে জায়গা পাওয়া অরবিন্দ ডি সিলভাও শেবাগের মতো বিশ্বকাপজয়ী। শ্রীলঙ্কাকে প্রথম বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। ১৯৯৬ বিশ্বকাপের ফাইনালে তাঁর সেঞ্চুরিতেই অস্ট্রেলিয়াকে হারায় শ্রীলঙ্কা। টুর্নামেন্টের সেমিফাইনালেও ভারতের বিপক্ষে দলকে উদ্ধার করেছিলেন তিনি। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে সব মিলিয়ে ৪০১ ম্যাচে প্রায় ১৬ হাজার রান করেছেন তিনি। অফস্পিন বোলিংয়ে তাঁর নামের পাশে রয়েছে ১৩৫ উইকেট। 

এই তিন কিংবদন্তিসহ এখন পর্যন্ত নারী ও পুরুষ মিলিয়ে আইসিসির ‘হল অব ফেমে’ জায়গা পেয়েছেন ১১২ ক্রিকেটার। আগামী ১৫ নভেম্বর বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের দিন শেবাগ, অরবিন্দ ডি সিলভা ও এদুলজিকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

এএন/০২/১৪১১২৩