বিএনপি থেকে বহিস্কৃত হয়েও মামলার আসামি কাউন্সিল ফরহাদ শামীম

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২১, ২০২৩
১০:৩১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২১, ২০২৩
১০:৩১ অপরাহ্ন



বিএনপি থেকে বহিস্কৃত হয়েও মামলার আসামি কাউন্সিল ফরহাদ শামীম


দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হওয়ায় দল তাকে বহিষ্কার করেছিল। বহিস্কার হওয়ার আগে তিনি ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। বহিস্কৃত হলেও পুলিশের করা নাশকতার মামলায় আসামি করা হয়েছে সিসিকের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমকে।  

দল বহিস্কার করলেও নির্বাচনে বিজয়ী হয়ে পঞ্চম বারের মতো সিসিক কাউন্সিলর হন ফরহাদ চৌধুরী শামীম। বহিস্কারের পর আর দলের কর্মসূচিতে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। কিন্তু তারপরও সিলেট মহানগরের বিমানবন্দর থানায় গত সোমবার দায়ের করা একটি নাশকতা মামলায় বিএনপির অন্যান্য নেতাকর্মীর সঙ্গে তাকেও আসামী করা হয়েছে। নাশকতার ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ এনে তাকে মামলার প্রধান আসামী করা হয়েছে।

গত সোমবার পুলিশের উপপরিদর্শক আবদুর রহিম বাদি হয়ে বিমানবন্দর থানার মামলাটি দায়ের করেন। মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩০ জন নেতাকর্মীকে আসামী করা হয়েছে।

 মামলায় অভিযোগ করা হয়েছে, পরস্পর যোগসাজশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর লক্ষ্যে যানবাহন ভাঙচুর ও ত্রাস সৃষ্টির চেষ্টা করেছেন আসামীরা। মামলার জব্দ তালিকায় গাড়ির দুটি পোড়া টায়ার, ১৫টি ইটের টুকরা ও গাড়ি ভাঙার কাজে ব্যবহৃত কাঠের টুকরো দেখানো হয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘নাশকতামূলক কর্মকান্ড কাউন্সিলর শামীমের বাসার সামনেই হয়েছে। তার নির্দেশনায় বিএনপি নেতাকর্মীরা সড়কে প্রতিবন্ধকতা করে বিক্ষোভ করেছে। সেজন্য তাকে মামলার প্রধান আসামী করা হয়েছে।’


এএফ/০৮