সিলেটে চার বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছেন ফিলিপস

খেলা ডেস্ক


নভেম্বর ২৩, ২০২৩
০৬:৫৫ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৩, ২০২৩
০৬:৫৫ অপরাহ্ন



সিলেটে চার বছর পর টেস্ট ক্রিকেটে ফিরছেন ফিলিপস


এখন পর্যন্ত একটিমাত্র টেস্ট খেলেছেন গ্লেন ফিলিপস। সেটাও ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রায় চার বছর পর বাংলাদেশ সফর দিয়ে আবার নিউজিল্যান্ড দলে ফিরেছেন ফিলিপস। স্পিনিং উইকেটের কথা মাথায় রেখে এবার একঝাঁক স্পিনার নিয়ে এসেছে নিউজিল্যান্ড।

মূলত ব্যাটার হলেও ফিলিপসের অন্তর্ভুক্তিতেও স্পিন বোলিংয়ে কার্যকারিতার বিষয়টি ভূমিকা রেখেছে। কিন্তু প্রথম টেস্টের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট দেখে কিছুটা অবাকই হয়েছেন ফিলিপস! আজ প্রথমবার সিলেটে অনুশীলন করেছে নিউজিল্যান্ড।

উইকেট নিয়ে ফিলিপস বলছিলেন, ‘বাংলাদেশে এ নিয়ে দ্বিতীয়বার এলাম। ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে এসেছিলাম। এখানে শেষবার যেমন ছিল, অনেকটা তেমনই আছে। আমরা যেমন ভেবে এসেছিলাম, উইকেট তার চেয়ে বেশি সবুজ (ঘাস আছে)।’

তবে এখনই উইকেট নিয়ে সিদ্ধান্ত না পৌঁছনোর কথাও মনে করিয়ে দিয়েছেন ফিলিপস, ‘কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে আরো চার দিন বাকি আছে। অনেক কিছুই বদলে যেতে পারে। আমরা সব কিছু মিলিয়ে প্রস্তুত প্রথম টেস্টের জন্য।’

দলে তাঁর ভূমিকা ও বেশি স্পিনার নিয়ে ফিলিপসের ভাষ্য, ‘অবশ্যই বল হাতে আমার ভূমিকা জানি। দলে আমিই একমাত্র অফস্পিনার। তার ওপর বাংলাদেশ দলে বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটার আছে। তাই আমার সামনে ওদের ওপর চাপ তৈরি করার বড় সুযোগ আছে। আমি সেরাটাই দিতে চেষ্টা করব।’

এএন/০৩/২৪১১২৩