দীর্ঘ নীরবতার পর ভবিষ্যত নিয়ে মুখ খুললেন তামিম (ভিডিওসহ)

খেলা ডেস্ক


নভেম্বর ২৭, ২০২৩
০৯:০০ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৮, ২০২৩
০২:৩৮ পূর্বাহ্ন



দীর্ঘ নীরবতার পর ভবিষ্যত নিয়ে মুখ খুললেন তামিম (ভিডিওসহ)


বিশ্বকাপ দলে ডাক না পাওয়ার পর থেকেই আলোচনায় তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ার। তবে জাতীয় দলের হয়ে কি তামিমের ক্যারিয়ার শেষ! এমন প্রশ্ন চলছে সপ্তাহখানেক ধরে চলছে। নিজের ক্যারিয়ার নিয়ে এবার মুখ খুললেন সাবেক এই অধিনায়ক।

আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেলে বনানীর নিজ বাসভবনে সাংবাদিকদের হন তামিম।


প্রেস বিফ্রিং করে যা বললেন তামিম ইকবাল-


তিনি বলেন, 'আমি আবারও ক্লিয়ার করলাম যে আমি কখনো কোনো সময় এই জিনিসটা (নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ) এভাবে করবো না বা করতে চাই না। আরেক মাস সময় নেই বা আরও কিছু সময় নেই। আমি আপনাদের বলেছি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সভাপতি ও বোর্ডের সঙ্গে আমার অনেক কথা হয়েছে এসব বিষয়ে।'

'যেহেতু ওনারা একটা কথা বলেছেন তাই তাদের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। আমি জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করি আর বিপিএল খেলি তারপর দেখা যাক কি হয়। ইচ্ছাকৃতভাবে আমি জিনিসটাকে কোনোভাবেই লম্বা করব না। আমি চেয়েছি আমার উত্তরটা আজ দিতে। যেহেতু ওনাদের সঙ্গে কথা হয়েছে। বিশেষ করে উনি (পাপন) আমার একটা কথা শুনে সিদ্ধান্ত নিবেন না। সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন। আমিও যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলছি। আমিও অপেক্ষা করছি কী হয় জানার জন্য'- যোগ করেন তামিম। 

এদিকে কাল সিলেটে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ দল। তার বক্তব্য নিয়ে তামিম বলেন, 'কাল থেকে বাংলাদেশের টেস্ট শুরু হচ্ছে। আমি আশা করবো আমার বক্তব্য বা আজকে যা বলছি এখানে এটা যেন কোনো ভাবে খেলার ওপর ইম্প্যাক্ট না ফেলে।'


এএফ/১৬