চা বিরতির ঠিক আগে মুমিনুল-জয়কে হারাল বাংলাদেশ

খেলা ডেস্ক


নভেম্বর ২৮, ২০২৩
০২:৪৬ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৮, ২০২৩
০২:৪৬ অপরাহ্ন



চা বিরতির ঠিক আগে মুমিনুল-জয়কে হারাল বাংলাদেশ

সেশনটি হতে পারত পুরোপুরিই বাংলাদেশের। দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয়। তাদের পঞ্চাশ ছাড়ানো জুটিতে শক্ত অবস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু পরপর দুই ওভারে থিতু দুই ব্যাটসম্যানকে হারিয়ে এখন বিপাকে স্বাগতিকরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম সেশনে দুই উইকেট হারানো বাংলাদেশকে টানছিলেন মুমিনুল ও জয়। দুজনে গড়েছিলেন ৮৮ রানের জুটি। দ্বিতীয় সেশনের শেষ বেলায় এসে দুই উইকেট হারাল দলটি।

মুমিনুল ও জয়ের বিদায়ের পরের ওভার শেষেই চা বিরতির ঘোষণা দেন আম্পায়ার। ৫৫ ওভার শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৮৫।

বেশ কিছুক্ষণ ধরেই ক্রিজে ছটপট করছিলেন মুমিনুল। জায়গা বানিয়ে খেলার চেষ্টা করেছিলেন স্পিনারদের। কয়েকবার অল্পের জন্য বেঁচেও গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তার অস্বস্তি শেষ হয়ে পার্টটাইম স্পিনার গ্লেন ফিলিপসের বলে। জায়গা বানিয়ে কাট শট খেলতে গিয়ে কট বিহাইন্ড হন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৪টি আরে ৭৮ বলে ৩৭ রান করে ফেরেন সাবেক টেস্ট অধিনায়ক।

পরের ওভারেই জয়কে ফিরিয়ে দেন ইশ সোধি। কিউই লেগ স্পিনারের বাড়তি লাফিয়ে ওঠা বল ব্যাটের কানায় লেগে যায় স্লিপে। সেখানে নিচু ক্যাচটি দারুণ দক্ষতায় মুঠোয় জমান ড্যারিল মিচেল।

অল্পের জন্য সেঞ্চুরি করতে পারলেন জয়। ১১ চারে ১০৬৬ বলে ৮৬ রান করে ড্রেসিং রুমে ফিরে যেতে হয় তাকে।

উইকেটে এখন নতুন দুই ব্যাটসম্যান অভিজ্ঞ মুশফিকুর রহিম ও অভিষিক্ত শাহাদাত হোসেন দিপু। 

আরসি-০১