বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়নে বিসিবির তদন্ত কমিটি গঠন

খেলা ডেস্ক


নভেম্বর ৩০, ২০২৩
০১:০২ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ৩০, ২০২৩
০১:০২ পূর্বাহ্ন



বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়নে বিসিবির তদন্ত কমিটি গঠন


ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স প্রত্যাশার ধারে কাছে যেতে পারেনি। প্রথম ম্যাচে জয়ের পর হারের বৃত্তে ছিল সাকিব আল হাসানের দল। শ্রীলঙ্কার বিপক্ষে কষ্টের জয়ে ২০২৫ আসরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে টাইগাররা। 

দলের এই ফল বিপর্যয়ের কারণ তদন্ত করতে কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বার্তায় তিন সদস্যের বিশেষ কমিটি গঠনের বিষয়টি জানিয়েছে বোর্ড। কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও মাহবুবুল আনাম। কমিটির সদস্য করা হয়েছে বিসিবি পরিচালক আকরাম খানকে। 

এই তিন বোর্ড কর্মকর্তা বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণ খতিয়ে দেখবেন এবং প্রাপ্ত ফলাফল বোর্ডের কাছে উপস্থাপন করবেন। 

বিসিবি বার্তায় বলেছেন, ‘ভারতে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স খতিয়ে দেখতে তিন সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও মাহবুবুল আনাম। সদস্য আকরাম খান। কমিটি বিশ্বকাপে দলের খারাপ পারফরম্যান্সের কারণ খুঁজে বের করবেন এবং বোর্ডকে কারণগুলো জানাবেন।’

এএন/০২