রাহুল দ্রাবিড়ই থাকছেন ভারতের কোচ

খেলা ডেস্ক


নভেম্বর ৩০, ২০২৩
০১:৪৩ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ৩০, ২০২৩
০১:৪৩ পূর্বাহ্ন



রাহুল দ্রাবিড়ই থাকছেন ভারতের কোচ


ভারত জাতীয় ক্রিকেট দলের কোচ পদে থাকছেন রাহুল দ্রাবিড়ই। আহমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর ‘দ্য ওয়াল’ খ্যাত সাবেক এই তারকার সরে যাওয়া নিয়ে গুঞ্জন ছিল গণমাধ্যমে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে দিল প্রধান কোচের পদে কোনো পরিবর্তন আসছে না।

রোহিত শর্মা ও বিরাট কোহলিদের কোচ পদে থাকবেন রাহুল দ্রাবিড়ই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রাবিড়কে কোচ পদে রেখে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণাটি বিসিসিআই।

দ্রাবিড়কে প্রধান কোচের পদে রেখে দেওয়া প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান রজার বিনি বলেন, ‘দ্রাবিড়ের দর্শন, পেশাদারি এবং পরিশ্রম ভারতের সাফল্যের অন্যতম কারণ। ভারতীয় দলের প্রধান কোচ হলে সব সময় চাপে থাকতে হয়। ওই চাপ মাথায় নিয়ে সে যেভাবে সাফল্য পেয়েছে তার জন্য ওকে শুভচ্ছো। বোর্ড ও দ্রাবিড়ের সঙ্গে বেশ সুসম্পর্ক।

দ্রাবিড় আবার কোচের দায়িত্ব নেওয়ায় আমি খুশি।’

বিশ্বকাপের ফাইনালের পরই আগের মেয়াদ শেষ হয়ে যায় দ্রাবিড়ের। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারত জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয় সাবেক এই ব্যাটারকে। রোহিতদের কোচ হওয়ার আগে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ছিলেন তিনি। ওই দায়িত্বে ভালো করার পর দ্রাবিড়ের হাতে তুলে দেওয়া হয় জাতীয় দলের প্রধান কোচের গুরুদায়িত্ব।

দ্রাবিড়ের অধীনে বড় কোনো শিরোপা জিততে পারেনি ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বাদ পড়েছিল ভারত। এশিয়া কাপ অবশ্য জিতেছে তারা। তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও হেরেছে ভারত।

এএন/০৪