সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৩, ২০২৩
০৫:৫৪ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৩, ২০২৩
০৫:৫৪ অপরাহ্ন
২০২১ থেকে চলতি বছরের ২ ডিসেম্বর পর্যন্ত দেশে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে ১৭টি ভূমিকম্পের উৎপত্তি বাংলাদেশে। এ বছরেই হওয়া ৮ ভূমিকম্পের তিনটির উৎপত্তিস্থল সিলেট। শেষ দুই বছরে এই বিভাগ ১১বার ভূমিকম্পের উৎপত্তিস্থলের তালিকায় নাম লিখিয়েছে৷
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশ ও এর আশপাশে অন্তত ৩৩টি ভূমিকম্প সংঘটিত হয়েছে। এর মধ্যে আটটি ভূমিকম্পেরই উৎপত্তি দেশের অভ্যন্তরে হয়েছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশের ভূমিকম্প হওয়ার প্রবণতা বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৫ এপ্রিল নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩.৯ মাত্রার ভূমিকম্প হয়। ৫ মে ঢাকা থেকে ৩০ কিলোমিটার দূরে দোহারে উৎপত্তি হওয়া ৪.৩ মাত্রার ভূমিকম্পটি বেশ আতঙ্ক তৈরি করে মানুষের মধ্যে। একই মাসের ১৭ তারিখে ৩.৩ মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১২৫ কিলোমিটার দূরে নেত্রকোনায়।
সিলেটের গোলাপগঞ্জে ৪.৫ মাত্রার ভূমিকম্পের উৎপত্তি হয় গত ১৬ জুন। গত ১৪ আগস্ট ৫.৫ মাত্রার আরেকটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের বাংলাদেশ-ভারত সীমান্তে। ২৯ আগস্ট সিলেটে ৩.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। ১৭ সেপ্টেম্বর ঢাকা থেকে ৫৯ কিলোমিটার দূরে টাঙ্গাইলে ৪.২ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। সর্বশেষ গতকাল রামগঞ্জে ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়।
এর আগে ২০২১ সালেও দেশের ভেতরে ৯টি ভূমিকম্পের উৎপত্তি হয়। এর মধ্যে আটটিই ছিল সিলেট এবং একটি বঙ্গোপসাগর এলাকায়। তবে আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২২ সালে দেশে অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর কোনোটির উৎপত্তি বাংলাদেশের অভ্যন্তরে ছিল না।
আরসি-০৬