খেলা ডেস্ক
মে ০৫, ২০২৫
০১:০৩ অপরাহ্ন
আপডেট : মে ০৫, ২০২৫
০১:০৩ অপরাহ্ন
সিলেটের পেশাদার ক্রিকেটারদের সংগঠন সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেটার ইমতিয়াজ হোসেন চৌধুরী তান্নাকে সভাপতি এবং জাতীয় দলের ক্রিকেটার আবু জায়েদ চৌধুরী রাহীকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়েছে।
সিলেট জেলা স্টেডিয়ামে রবিবার বিকাল চারটায় প্রেস ব্রিফিং করে ক্রিকেটার্স অ্যাসােসিয়েশনের নেতৃবৃন্দ এই কমিটি ঘোষণা করেন। কমিটির ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় দলের তারকা সৈয়দ খালেদ আহমদ ও তানজীম হাসান সাকিব।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি নাবিল সামাদ, মাহবুব হাসান, নাসুম আহমদ। সহ সাধারণ সম্পাদক মাহবুব আরম মিসবাহ, মেহেদী মাহবুব, তাসবীর রায়হান সাদী, জাকির হাসান, ইমরান আলী এনাম, ও তানজীম হাসান সাকিব। সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, সাঈদুর রহমান সাইমন, আনোয়ার আকবল নবিল ও পলাশ কর।
কমিটির অর্থ সম্পাদক হলেন রাহাতুল ফেরদৌস জাবেদ, তানভীর রনি ও বাহার হোসেন। প্রচার সম্পাদক তৌফিক খান তুষার, মোহাইমিন রাহিম, আসাদুল্লাহ আল গালিব, কামিল আহমদ, স্বগৌত অর্ক, তৌহিদুল ইসলাম ফেরদৌস, রিয়াদ খান ও আবু বক্কর, দপ্তর সম্পাদক মিজানুর রহমান সায়েম, নাঈম আহমদ ও রাশেদ খান মেনন।
নব গঠিত কমিটির সহ দপ্তর সম্পাদক হয়েছেন নূর আলম কাইয়ুম, জিল্লুর রহমান ইমন, নবাব আহমদ, তোফায়েল আহমদ ও আসাদ আহমদ।
এএফ/০১