খেলা ডেস্ক
ডিসেম্বর ০৩, ২০২৩
০৪:৪৩ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৩, ২০২৩
০৪:৪৩ অপরাহ্ন
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ। বয়স ভিত্তিক এই আসরে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মাহফুজুর রহমান রাব্বি।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) রবিবার আসরের সূচিও ঘোষণা করেছে। আগামী ৮ ডিসেম্বর ৮ দল নিয়ে বসবে এশিয়া কাপের আসর। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৯ ডিসেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা ও জাপান। এছাড়া ভারত-পাকিস্তানের গ্রুপে আছে নেপাল। ভারত-পাকিস্তানের ম্যাচ দিয়ে আসরের পর্দা উঠবে। ১৭ ডিসেম্বর হবে ফাইনাল।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বাংলাদেশ দল: আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্য, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রাফিউজ্জামান রাফি, রোহানাত দৌলা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিক, মারুফ মৃধা। স্টান্ড বাই: রিজান হোসেন, নাঈম আহমেদ, জেহাদুল হক জিহাদ।
এএন/০২