সিরিজ জয়ের মিশনে টাইগারদের অনুশীলন

খেলা ডেস্ক


ডিসেম্বর ০৫, ২০২৩
০১:৫৭ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৫, ২০২৩
০১:৫৭ পূর্বাহ্ন



সিরিজ জয়ের মিশনে টাইগারদের অনুশীলন


ঢাকা টেস্টকে সামনে রেখে মিরপুরে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সোমবার (৪ ডিসেম্বর) দিনের শুরুতে সফররতরা এবং পরে ঘাম ঝরায় স্বাগতিক শিবির। টাইগার ক্যাম্পে বাড়তি গুরুত্ব পেয়েছেন পেসাররা। কিউইরা বাড়তি অনুশীলন করেছে স্পিনের বিপক্ষে। হোম অব ক্রিকেটের স্বভাবজাত চেহারা বদলে, এই ম্যাচে অতিথিদের ভড়কে দিতে পারে পিচের কন্ডিশন।

কোচিং স্টাফে নেই স্পিন বোলিং কোচ। তাই নেটে বাড়তি দায়িত্ব প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহের। এই ডানহাতির অফ স্পিন সামলানোর দায়িত্বে জাকির-শরিফুল। স্পিন কোচ হেরাথের মতো নেই নিক পোথাসও। ব্যাটিং কোচ ছুটিতে। তাই ব্যাটারদের দায়িত্বটাও হেডকোচই নিলেন। মুমিনুলকে নিয়ে লম্বা আলোচনায় ছিলেন মাহমুদুল হাসান জয়ও।

বিশ্বকাপ ব্যর্থতার পর কোচিং স্টাফে বড় বদলের অংশ হিসেবে চুক্তি বাড়ানো হয়নি অ্যানালিস্ট চন্দ্রশেখরেরও। তার শূন্যস্থানে বাংলাদেশি অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু। অনুশীলনে তাকেও নিজের চাহিদার কথা জানিয়েছেন চান্ডিকা।

তবে সব ছাপিয়ে মিরপুর টেস্টের সবচেয়ে বড় রহস্যটা এর উইকেটকে ঘিরে। ৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্টে পিচ কেমন হবে, সেটাই বড় ভাবনার বিষয়। হোম অব ক্রিকেটের পুরনো চরিত্রের কথা মাথায় রেখে, কিউইরা অনুশীলন নিচ্ছে সর্বোচ্চ। নেটে স্পিনারদের বিপক্ষে ঘাম ঝরিয়েছেন কেইন উইলিয়ামসনের দল।

এদিকে, বাংলাদেশের ক্যাম্পে গুরুত্ব পেয়েছেন পেসাররা। ভারপ্রাপ্ত পেস বোলিং কোচের দায়িত্ব পাওয়া কোরি কোলিমোরের ক্লাসের মনোযোগী ছাত্র শরিফুল-খালেদ-হাসানরা। মিরপুরের দ্বিতীয় টেস্টে বড় চমক দিতে পারেন এরাই।

মিরপুরে কদিন আগে হয়ে যাওয়া এনসিএলের দুই রাউন্ডে রাজত্ব করেছেন পেসাররা। ৮০ উইকেটের ৬৩টিই ফাস্ট বোলারদের ঝুলিতে। বিশেষ করে দিনের শুরুতে নতুন বলে, বাড়তি সুবিধা পেতে দেখা গেছে পেসারদের। নিউজিল্যান্ডের বিপক্ষেও একই চিত্র থাকলে, টাইগার একাদশে পরিবর্তন আসবে নিশ্চিত।

তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে এই ঝুঁকি আদতে নেবেন কিনা হাথুরুসিংহে, সেটাও বড় প্রশ্ন। কারণ পেসাররা সুবিধা পেলে, সাউদি-জেমিসনদের সামলানোর দায়িত্বটাও তো বাংলাদেশি ব্যাটারদেরই নিতে হবে। ঘরের মাঠ হলেও তা যে নিঃসন্দেহে কঠিন হবে, তা তো বলাই বাহুল্য।

এএন/০৩