সিরিজ জিতলে শান্তদের জন্য থাকছে পুরস্কার

খেলা ডেস্ক


ডিসেম্বর ০৫, ২০২৩
০২:২৭ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৫, ২০২৩
০২:২৭ পূর্বাহ্ন



সিরিজ জিতলে শান্তদের জন্য থাকছে পুরস্কার


সিনিয়র ক্রিকেটাররা না থাকলেও বাংলাদেশ মাঠের ক্রিকেটে ভুগবে না। জাতীয় দলে এখন যারা সুযোগ পাচ্ছে তারাই পারফর্ম করার চেষ্টা করছে। নিউজিল্যান্ডের পূর্ণ শক্তির দলের বিপক্ষে দাপট দেখিয়ে জয় তারই প্রমাণ। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সিলেট টেস্ট জয়ের পর ঢাকায় ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বোর্ড সভাপতি। সিরিজ জিতলে বড় বোনাসের ঘোষণাও দিয়েছেন তিনি।

বোর্ড সভাপতি পাপন বলেন, ‘আমাদের কিন্তু এখন একটা ট্রাঞ্জিশন ফেজ (পালাবদল) যাচ্ছে। এই কথাটা কেউ মাথায় রাখে না। কয় বছর...এক বছর, দুই বছর, তিন বছর এরপর কিন্তু যে সমস্ত খেলোয়াড়রা আমাদের এতদিন ম্যাচ জিতিয়েছে, তারা কিন্তু থাকবে না। এটাই স্বাভাবিক। এখন থেকে যখন যে সুযোগ পাবে সে যেন এটা কাজে লাগায়। এই চেষ্টাটাই করা হচ্ছে। যার জন্য অনেকে অনেক সময় বলে এ নাই কেন, এ আসলো কেন, ওকে কোত্থেকে ডাকা হলো। এগুলো একটু চলবে এখন। চলবে এই কারণে আমরা যখন নাকি তামিম, মুশফিক, সাকিব, রিয়াদের মতো খেলোয়াড়রা থাকবে না; তখন হঠাৎ করে আমরা চাই না তিন চার বছর লাগুক অন্যান্য দেশগুলোর মতো। মানে আমাদের উপমহাদেশের, আমি বাইরের কথা বলছি না। অনেক দেশ আছে তিন-চার বছরেও ওরকম দল গড়ে তুলতে পারেনি। আমাদের যেন ওই সময়টা না লাগে, এক-দেড় বছরের মধ্যে আমরা যেন ভালো দলে পরিণত হই।’

এ বিষয়ে পাপন বলেন, ‘বোনাসের কথা বলে নাই, ওরা শুনতে চেয়েছিল। একদম আসার সময় একজন বলেছিল (বোনাসের ব্যাপারে)। আমি বলেছি, এটা তো সিরিজ জিতলে পাবে। সিরিজ জিতলে অনেক বড় (অঙ্কের) পাবে এটাতে কোনো সন্দেহ নেই।’

এএন/০৫