খেলা ডেস্ক
ডিসেম্বর ০৬, ২০২৩
০১:০৬ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৬, ২০২৩
০১:০৬ পূর্বাহ্ন
নারী কাবাডি লিগের শিরোপা জয় করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার পল্টন কাবাডি স্টেডিয়ামে আসরের শিরোপা নির্ধারণী খেলায় একটি লোনাসহ ২৮-১৬ পয়েন্টে হারিয়েছে তারা বাংলাদেশ আনসারকে।
পুলিশ এবার ভারতীয় খেলোয়াড় দলে নিয়েছিল। তাঁদের মধ্যে থেকেই সুরশ্রী পাকিরা জিতে নিয়েছেন আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার। সেরা রেইডার হয়েছেন সরস্বতী কুন্ডু।
ওদিকে বাংলাদেশে আনসারের স্মৃতি আক্তার হয়েছেন সেরা ক্যাচার। পুলিশ যেমন ভারতীয় খেলোয়াড় এনেছিল, তেমনি মেঘনা কাবাডি আনে নেপালি খেলোয়াড়। কিন্তু নেপালিসমৃদ্ধ সেই দলকে হারিয়েই ফাইনাল খেলে আনসার। তবে ফাইনালে পুলিশের সঙ্গে তাদের পেরে ওঠা হয়নি। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
এএন/০৫