আলোচনার মধ্যে ৫ উইকেট নাসুমের

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৭, ২০২৩
০৬:০১ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৭, ২০২৩
০৬:০১ অপরাহ্ন



আলোচনার মধ্যে ৫ উইকেট নাসুমের


বাংলাদেশ ক্রিকেটে এখন আলোচিত নাম নাসুম আহমেদ। ভারত বিশ্বকাপে চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন বাংলাদেশ দলের হেড কোচ চন্দিকা হাতুরাসিংহে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে আলোচনা হলেও এ নিয়ে অবশ্য মুখ খোলেননি তিনি। সে ঘটনা আরো আলোচনা বাড়িয়ে দেয় আসন্ন নিউজিল্যান্ড সফরে নাসুমের নাম না থাকায়। তবে বাংলাদেশ ক্রিকেট লিগে খেলছেন নাসুম।

সেখানে বল হাতে আলো ছড়াচ্ছেন এই বাঁহাতি স্পিনার, পেয়েছেন ৫ উইকেট।

১১তম বিসিএলের প্রথম রাউন্ডের তৃতীয় দিনে চট্টগ্রামে ২ উইকেটে ১২৩ রান নিয়ে আজ তৃতীয় দিন শুরু করে দক্ষিণাঞ্চল। আগের দিন উইকেট না পেলেও আজ ৫ উইকেট নেন নাসুম। ফেরান ফজলে মাহমুদ, মোহাম্মদ মিঠুন, মঈন খান, তানভীর ইসলাম ও আল আমিন হোসেনকে।

এতে ফজলের ইনিংস সর্বোচ্চ ৮১ রানের পরও ২৮২ রানে গুটিয়ে যায় দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে ৪০২ রান করা পূর্বাঞ্চল ১২০ রানের লিড বাড়াতে গিয়ে বিপর্যয়ে পড়েছে। ১ রানে ৩ উইকেট হারিয়ে দিন শেষ করেছে তারা। শেখ মেহেদী ২ ও আল আমিন নেন ১ উইকেট।

সিলেটে বিসিএলের আরেক ম্যাচে বৃষ্টির কারণে কোনো বলই মাঠে গড়ায়নি। সেখানে মুখোমুখি হয়েছে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল।


এএফ/০৩