খেলা ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৩
০৫:১৭ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১০, ২০২৩
০৫:১৭ অপরাহ্ন
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে টানা হারে সিরিজ হাতছাড়া করে ভারতীয় নারী ক্রিকেট দল। রবিবার সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল স্বাগতিকরা।
নারীদের এই সিরিজের আগে ভারতীয় পুরুষ ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারায়। অথচ ভারতীয় নারী ক্রিকেট দলটি ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হেরে যায় ২-১ ব্যবধানে।
সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে ১৯৭ রানের পাহাড় গড়ে ৩৮ রানে জয় পায় ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ভারতীয় নারী দলকে ৮০ রানে গুঁড়িয়ে দিয়ে ৪ উইকেটের দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত করে ব্রিটিশ নারীরা।
রবিবার মুম্বাইয়ের সেই ওয়াংখেড় স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে ১২৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। টার্গেট তাড়া করতে নেমে ৬ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় ভারত।
এএন/০৩