২৯ ডিসেম্বর থেকে ১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১২, ২০২৩
০১:০০ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১২, ২০২৩
০১:১৪ অপরাহ্ন



২৯ ডিসেম্বর থেকে ১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

- ফাইল ছবি


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকতে পারে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচনের আগে ও পরে মোট ১৩ দিন সেনা মোতায়েনের এ প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতির অনুমোদনের পরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় ইসি।

সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।


এএফ/০১