ব্যাংকার্স ক্লাব ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বরাক ব্লাস্টার

খেলা ডেস্ক


ডিসেম্বর ১৮, ২০২৩
০২:৪৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৮, ২০২৩
০২:৪৬ পূর্বাহ্ন



ব্যাংকার্স ক্লাব ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বরাক ব্লাস্টার


সিলেট অঞ্চলের ব্যাংকারদের সৌহার্দ্য ও সম্পৃতির প্রতীক ব্যাংকার্স ক্লাব সিলেট আয়োজিত ফুটসাল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বরাক ব্লাস্টার। শনিবার রাতে শহরতলীর এভালন স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে যাদুকাটা জাগুয়ারসকে হারিয়ে বরাক ব্লাস্টার চ্যাম্পিয়ন হয়। ইসলামী ব্যাংক কর্মকর্তা কামাল উদ্দিন জনি ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও সাজ্জাদ হোসেন ম্যান অব দ্যা ফাইনাল ট্রফি অর্জন করেন। ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ আহমদ। সম্মানিত অতিথি ছিলেন ইসলামী ব্যাংকে আঞ্চলিক প্রধান জাকির হোসেন, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ ও মো. ইকবাল হাসান, উত্তরা ব্যাংকের উপমহাব্যবস্থাপক আতিকুর রহমান, মার্কেন্টাইল ব্যাংকের অঞ্চল প্রধান দেব জ্যোতি মজুমদার, প্রাইম ব্যাংকের হুমায়ুন কবীর, ইসলামী ব্যাংকের এসভিপি শহীদ আহমদ, ব্র্যাক ব্যাংকের মোহাম্মাদ ইয়াহিয়া, প্রিমিয়ার ব্যাংকের হাবিবুর রহমান টিপু, সীমান্ত ব্যাংকের তারেক মাহমুদ, মেঘনা ব্যাংকের তারমিম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী তামান হাছিব, এছাড়া ক্লাবের মুখ্য সমন্বয়ক আব্দুল হাদী, সিনিয়র সদস্য সৈয়দ নকীব হোসেইন, মোজাদ্দিদ আহমদ, জ্যোতি মোহন বিশ্বাস, দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম, সাহিত্য সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী, সহ প্রচার সম্পাদক আহমদ কবির নাজমী, সাংগঠনিক সম্পাদক আলী আকতারসহ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন  ব্যাংকের প্রায় দুইশতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পুরো খেলাটি পরিচালনা করেন সিলেট রেফারি এসোসিয়েশনের সদস্য শামীম আহমদ, আক্কাছ উদ্দিন আক্কাই ও সালাহ উদ্দিন রাজু। একই মাঠে গত ২৭ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধন হয়। বিশ দিনব্যাপী অংশ নেওয়া ৮টি দলের অপর দলগুলো হচ্ছে সুরমা স্ট্রাইকারস, সুলতান অব সুতাংস, সুপার স্টোন সারি, পিয়াইন প্যান্থারস, খোয়াই ক্যাপিটালস ও কুশিয়ারা কিকার্স।

এএন/০৪