আইপিএলের ইতিহাসে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক

খেলা ডেস্ক


ডিসেম্বর ২০, ২০২৩
১২:২১ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২০, ২০২৩
১২:২১ পূর্বাহ্ন



আইপিএলের ইতিহাসে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক


আইপিএলের ১৭তম আসরের নিলাম নামে মিনি হলেও টাকার অঙ্কে ছাড়িয়ে গেছে আগের সব মেগা ইভেন্টকেও। সব রেকর্ড ভেঙে চুরমার করে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন অস্ট্রেলিয়ার বোলার মিচেল স্টার্ক। যদিও শুরুতে এ রেকর্ড নিজের করে নিয়েছিলেন স্বদেশি অলরাউন্ডার প্যাট কামিন্স। চমক দেখিয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলও। এ তিন জনসহ এবারের আইপিএল নিলামে সর্বোচ্চ দাম পায় পাঁচ ক্রিকেটার।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ২০২৪ আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হয়েছে দুবাইয়ে। যেখানে ৭২ ভারতীয় ক্রিকেটারের সঙ্গে দল পেয়েছেন ৩০ বিদেশি ক্রিকেটার। ১০২ ক্রিকেটারের মধ্যে আলাদা করে দ্যুতি ছড়িয়েছেন সদ্য ওয়ানডে বিশ্বকাপজয়ী দুই অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। এ দুই জনকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি করে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। নতুন ইতিহাস তৈরি করে তারপর থামে তাদের নিয়ে দর কষাকষির যুদ্ধ।

আইপিএলের আগের ১৬ আসর মিলিয়ে সর্বোচ্চ দামি ক্রিকেটার ছিলেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারান।  গত আসরে ১৮ কোটি ৫০ লাখ রুপি খরচে তাকে দলে ভিড়িয়েছিল পাঞ্জাব কিংস। সে রেকর্ড ভেঙে ১৭তম আসরের শুরুর দিকে ২০ কোটি ৫০ লাখ রুপি খরচ করে প্যাট কামিন্সকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। সেটা নিয়ে যখন বিশ্ব ক্রিকেটে মাতামাতি তখন আরও বড় চমক নিয়ে হাজির হন মিচেল স্টার্ক। মাত্র দুই ঘণ্টার ব্যবধানে ছাড়িয়ে যান স্বদেশি কামিন্সকে। প্রায় ৮ বছর পর ফিরেই গড়েন ইতিহাস। ২৪ কোটি ৭৫ লাখ রুপি খরচে তাকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।

এবারের আসরে সর্বোচ্চ দামি ক্রিকেটারের তালিকায় তিন নম্বরে আছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেল। তাকে নিয়ে দর কষাকষিতে মেতে ওঠে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস। একেবারে শেষদিকে গিয়ে বাজিমাত করে চেন্নাই। ড্যারিল যেখানে নিজের দাম এক কোটি টাকা নির্ধারণ করেছিলেন, সেখানে তাকে ১৪ গুণ বেশি দামে কিনে নেয় চেন্নাই। ২০২২ সালে ৭৫ লাখ রুপিতে রাজস্থানে খেলা ড্যারিল গত ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়ে ১৪ কোটি মূল্যের ক্রিকেটার বনে গেছেন।

বিদেশিদের ভিড়ে সর্বোচ্চ দামের তালিকায় কোনো ভারতীয় ক্রিকেটার হিসেবে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন হার্শাল প্যাটেল। ৩৩ বছর বয়সী এ পেস বোলিং অলরাউন্ডারকে দলে ভেড়াতে পাঞ্জাব কিংসের খরচ ১১ কোটি ৭৫ লাখ রুপি। সর্বোচ্চ দামের তালিকার পাঁচেও বিদেশিদের বাজিমাত। ১১ কোটি ৫০ লাখ রুপি খরচে ক্যারিবীয় পেসার আলজারি জোসেফকে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এবারের আসরে সর্বোচ্চ দামের তালিকায় দশ ক্রিকেটারের মধ্যে ব্যাটার মাত্র ৩ জন। সর্বোচ্চ ৮ কোটি ৪০ লাখ রুপি মূল্য পেয়েছেন ভারতের ২০ বছর বয়সী তরুণ সামির রিজভী। উত্তর প্রদেশের এ ব্যাটারকে দলে টেনেছে চেন্নাই। 

এএন/০১