শোকজের জবাবে যা বললেন প্রতিমন্ত্রী মাহবুব আলী

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০৫, ২০২৪
০৩:২৫ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৫, ২০২৪
০৩:২৫ অপরাহ্ন



শোকজের জবাবে যা বললেন প্রতিমন্ত্রী মাহবুব আলী


বাজারে যাওয়ার রাস্তা আটকে নির্বাচনী জনসমাবেশ করার অভিযোগে করা কর্তৃপক্ষের কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী প্রতিমন্ত্রী মাহবুব আলী।

মঙ্গলবার তাকে নোটিশ দেন হবিগঞ্জ-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও হবিগঞ্জ আদালতের সিনিয়র সহকারী জজ সবুজ পাল।

জানা যায়, মঙ্গলবার রাতে লিখিতভাবে নোটিশের জবাব দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মাহবুব আলী। জবাবে, অভিযোগে উল্লিখিত বাজারের পূবালী ব্যাংকের সামনের রাস্তায় তার কোনো সমাবেশ করা হয়নি এবং রাস্তাও বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন। সেখানে মূলত নৌকাপ্রেমী সাধারণ মানুষের বিপুল উপস্থিতির কারণে সড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়। সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী।

এর আগে ২ জানুয়ারি মধ্যবাজার এলাকায় সড়ক আটকে কর্মী-সমর্থক নিয়ে জনসভা করার অভিযোগ ওঠে মাহাবুব আলীর বিরুদ্ধে। নির্বাচনী অনুসন্ধান কমিটির দেওয়া চিঠিতে মধ্যবাজারে পূবালী ব্যাংকের মোড় থেকে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত রাস্তা বন্ধ করে মাহবুব আলীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।


এএফ/০৫