সিলেটে ট্রাক থামিয়ে আগুন, চালক ও সহকারী দগ্ধ

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ০৬, ২০২৪
০৬:৫৯ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৬, ২০২৪
০৭:০৩ অপরাহ্ন



সিলেটে ট্রাক থামিয়ে আগুন, চালক ও সহকারী দগ্ধ


সিলেট-ঢাকা মহাসড়কে একটি ট্রাক থামিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারী দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিদগ্ধ হয়ে আহতরা হলেন ট্রাকচালক সিলেটের পীরেরবাজার শ্যামপুর এলাকার আফজল মিয়া (৩০) ও তাঁর সহকারী মৌলভীবাজারের কমলগঞ্জের কোনাগাঁও গ্রামের জয়নুল আবেদীন (১৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক লালাবাজার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা সেটির গতিরোধ করে। একপর্যায়ে তারা পেট্রলজাতীয় কিছু ছিটিয়ে ট্রাকটিকে আগুন দেয়। এ সময় ট্রাকচালক ও সহকারী ট্রাক থেকে নেমে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ট্রাকচালক ও সহকারীকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, ধারণা করা হচ্ছে, বর্তমানে নাশকতাকারীরাই ট্রাকে আগুন দিয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় আনা হবে।



এএফ/০৮