দূর্গাকুমার পাঠশালায় ভোট দিলেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক


জানুয়ারি ০৭, ২০২৪
১০:২৬ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৭, ২০২৪
১১:১৫ পূর্বাহ্ন



দূর্গাকুমার পাঠশালায় ভোট দিলেন পররাষ্ট্রমন্ত্রী


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্র ড. এ কে আব্দুল মোমেন নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। 

আজ রবিবার (৭ জানুয়ারি) সকাল সোয়া ১০টায় সিলেট নগরের দূর্গাকুমার পাঠশালায় তিনি ভোট দেন। 

এসময় তাঁর সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রমুখ।

ভোট দিয়ে বেরিয়ে এসে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন নিজের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, ‘আমি এইমাত্র ভোট দিলাম এবং খুব সুচারুভাবে ভোট দিলাম, খুব সহজে ভোট দিলাম।’

সুন্দর পরিবেশে ভোট হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘ভোট দিয়ে উৎফুল্ল ড. আব্দুল মোমেন বলেন, ‘আমি এইমাত্র ভোট দিলাম এবং খুব সুচারুভাবে ভোট দিলাম। খুব সহজে ভোট দিলাম।’ সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘আমি যতদূর জানি সকাল থেকে কোথাও আপনার জোরজবস্তি নাই, কোনো সংঘাত নাই। সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে।’

দেশবাসীকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি আমার দেশবাসীকে বলব, বিশেষ করে সিলেটবাসীকে-আপনারা ভোট কেন্দ্রে এসে নির্ভয়ে, নির্বিঘ্নে আপনার যাকে ইচ্ছে তাকে ভোট দেন। আর আমাদের এই গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখেন।’

বিএনপির ডাকা চলমান হরতালের প্রভাব ভোটার উপস্থিতিতে প্রভাব ফেলবে কিনা প্রশ্নে তিনি খানিকটা ক্ষুব্ধ হয়ে বলেন, ‘কি? হরতাল কি? আজকে ছুটির দিন, উৎসবের দিন, ভোটের দিন। এদিন আবার কিসের হরতাল? জীবনে শুনেছেন এসব ঢং-ঢাং? এগুলো মিডিয়াতে বলার জন্য বলা।’

সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ছাড়াও আরও ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন সম্মিলিত সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আব্দুল বাসিত (ছড়ি), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি)-এর প্রার্থী ইউসুফ আহমদ (আম), ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক (মিনার) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী (প্রতীক)।


এএফ/০৪