মাহা বিজয় দিবস টেনিসের পুরস্কার বিতরণ

খেলা ডেস্ক


জানুয়ারি ১৭, ২০২৪
০১:৫৫ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ১৭, ২০২৪
০১:৫৫ পূর্বাহ্ন



মাহা বিজয় দিবস টেনিসের পুরস্কার বিতরণ


সিলেট টেনিস ক্লাব গ্রাউন্ডে মাহার পৃষ্ঠপোষকতায় আয়োজিত ১২ তম মাহা বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট-২০২৩ সম্পন্ন। 

রবিবার (১৪ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে ও সিলেট টেনিস ক্লাবের সাধারন সম্পাদক এবং সিলেট সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুর রফিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মাহার স্বত্ত্বাধিকারী মাহি উদ্দিন আহমেদ সেলিম।

বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জসিম উদ্দিন, সিনিয়র খেলোয়ার সৈয়দ মহি উদ্দিন, প্রফেসর নিররঞ্জন পাল, শহীদুল ইসলাম ও ক্লাবের কোষাধ্যক্ষ কামাল উদ্দিন।

এ সময় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়ানুরাগী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যরা ক্রীড়া নিবেদিত প্রাণ। তাদের মাধ্যমে এ দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে ব্যাপক সফলতা এসেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সময়ে অনেক টেনিস কমপ্লেক্স নির্মিত হয়েছে; আরও নির্মিত হচ্ছে। তিনি বলেন সুন্দর মন ও সুস্থ শরীরের জন্য খেলাধূলা অপরিহার্য্য। সবাইকে খেলাধূলা সম্পৃক্ত থাকার আহবান জানান।

এএন/০৩