জয়ে রাঙানো জোকোভিচের শততম ম্যাচ

খেলা ডেস্ক


জানুয়ারি ২০, ২০২৪
০২:০২ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২০, ২০২৪
০২:০২ পূর্বাহ্ন



জয়ে রাঙানো জোকোভিচের শততম ম্যাচ


অস্ট্রেলিয়ান ওপেন দুহাত ভরে দিয়েছে নোভাক জোকোভিচকে। রেকর্ড দশবার শিরোপা উত্সব করেছেন তিনি মেলবোর্ন পার্কে। এবার জিতলে মার্গারেট কোর্টকে পেছনে ফেলে এককভাবে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়বেন তিনি। ওই মিশনে শেষ ষোলোয় পৌঁছে গেছেন সার্বিয়ান তারকা।

তৃতীয় রাউন্ডের লড়াইয়ে শীর্ষ বাছাই জোকাভিচ একেবারে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন টমাস মার্টিন এচেবেরিকে। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে এটা ছিল সার্বিয়ান তারকার শততম ম্যাচ। মেলবোর্ন পার্কে ১০০ তম ম্যাচের অভিজাত তালিকায় তিনি পাশে বসছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার (১১৭ ম্যাচ) এবং আমেরিকার সেরেনা উইলিয়ামসের (১০৫)।  অস্ট্রেলিয়ার ওপেনে নিজের সেঞ্চুরির ম্যাচটা জোকোভিচ রাঙিয়েছেন ৬-৩, ৬-৩, ৭-৬ গেমের অনায়াস জয়ে।

আগের দুই ম্যাচ জিততে যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছিল জোকোভিচকে। তবে ধীরে ধীরে নিজের সেরা ছন্দে ফেরার প্রত্যাশাও ছিল। আর্জেন্টাইন প্রতিপক্ষের বিপক্ষে দেখা গেল সেই চেনা জোকোভিচকে। মাত্র আড়াই ঘণ্টায় তিনি সেরেছেন জয়ের আনুষ্ঠানিকতা। পুরো ম্যাচে একটিও ব্রেক পয়েন্ট হারাননি। এমন দাপটে জয়েই টিকিট কেটেছেন শেষ ষোলোর।

এএন/০৪