হারে বিপিএল শুরু সিলেট স্ট্রাইকার্সের

খেলা ডেস্ক


জানুয়ারি ২০, ২০২৪
০২:৪৪ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২০, ২০২৪
০৮:৪৪ পূর্বাহ্ন



হারে বিপিএল শুরু সিলেট স্ট্রাইকার্সের


মাশরাফি বিন মর্তুজা কি খেলবেন? এমন প্রশ্নে গতকাল দুপুরে সিলেট স্ট্রাইকার্সের টিম ম্যানেজমেন্টের এক সদস্য বললেন, 'সে তো জিন! শুধু খেলবেই না, দেখবেন বলও করবে।' শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচ দিয়ে ৮ মাসের বেশি সময় পর ক্রিকেটে ফিরলেন মাশরাফি। তবে তার প্রত্যাবর্তন রাঙাতে দেননি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটাররা। সিলেটকে ৭ উইকেটে হারিয়ে জয় দিয়ে এবারের মৌসুম শুরু করল তারা।

মিরপুরে ফ্লাডলাইটের আলোর নিচে হওয়া এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় সিলেট। মোহাম্মদ মিঠুন (২৮ বলে ৪০) ও নাজমুল হোসেন (৩০ বলে ৩৬) আউট হলে চট্টগ্রামের বোলারদের ওপর চড়াও হয়ে রান তোলেন জাকির হাসান। তার ৪৩ বলে অপরাজিত ৭০ ও হ্যারি টেক্টরের ২০ রানে ২৬ রানে ২ উইকেটে ১৭৭ রান তোলে সিলেট।

শিশিরে ভেজা মাঠের জন্য বড় লক্ষ্যও সহজ হয়ে যায় চট্টগ্রামের সামনে।

চতুর্থ উইকেটে শাহাদাত হোসেন ও নাজিবউল্লাহ জাদরানের ১২১ রানের অবিচ্ছেদ্য জুটিতে ৭ উইকেটের বড় জয় পায় চট্টগ্রাম। নাজিবউল্লাহ ৩০ বলে ৬১ ও ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে শাহাদাত ৩৯ বলে ৫৭ রানে অপরাজিতা থাকেন। ফেরার দিনে ২ ওভার ৩ বলে ২১ রান দিয়ে ১ উইকেট নেন মাশরাফি।

এএন/০৬