রংপুরকে হারিয়ে বরিশালের শুভ সূচনা

খেলা ডেস্ক


জানুয়ারি ২১, ২০২৪
০২:১৭ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২১, ২০২৪
০২:১৭ পূর্বাহ্ন



রংপুরকে হারিয়ে বরিশালের শুভ সূচনা
বিয়ের পর মাঠে নেমেই ম্যাচসেরা খালেদ


চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসেন পেস বোলার সৈয়দ খালেদ আহমেদ। গত ১০ জানুয়ারি নিজের অফিসিয়াল ফেসবুকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন ৩১ বছর বয়সি এই তারকা পেসার। বিয়ের পর শনিবার প্রথম ম্যাচ খেললেন জাতীয় দলের এই তারকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। 

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে খালেদ আহমেদের গতির মুখে পড়ে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি করতে পারেনি রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন শামীম হোসেন। বরিশালের হয়ে খালেদ আহমেদ ৪ ওভারে ৩১ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন। এছাড়া ৩ ওভারে মাত্র ১৩ রানে ২ উইকেট নেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

টার্গেট তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে ফরচুন বরিশাল। দলের জয়ে ২৪ বলে ৫টি চার আর এক ছক্কায় ৩৪ রান করেন অধিনায়ক তামিম ইকবাল। ২৭ বলে ২৬ রান করেন মুশফিকুর রহিম। ১৮ বলে ২০ রান করেন মিরাজ। ১১ বলে ২০ রানের অনবদ্য ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন মাহমুদউল্লাহ রিয়াদ। 

এদিন টি-টোয়েন্টি  ক্যারিয়ারে সেরা বোলিং করে ৪ ওভারে ৩১ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হন পেস পেস বোলার খালেদ আহমেদ।

এএন/০২