নাহিদুলের বোলিং নৈপুণ্যে জয়ে শুরু খুলনার

খেলা ডেস্ক


জানুয়ারি ২১, ২০২৪
০২:২৫ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২১, ২০২৪
০২:২৫ পূর্বাহ্ন



নাহিদুলের বোলিং নৈপুণ্যে জয়ে শুরু খুলনার


নাহিদুল ইসলামের অফ স্পিন আর পাকিস্তানের তারকা পেসার ফাহিম আশরাফের বোলিং নৈপুণ্যে জয়ে শুরু খুলনা টাইগার্সের। এই দুই তারকার বোলিং তোপের মুখে পড়ে ১৯.৫ ওভারে ১২১ রানে অলআউট চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টার্গেট তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় নিশ্চিত করে খুলনা টাইগার্স।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের চতুর্থ ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্স।

এদিন টস জিতে চট্টগ্রামকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় খুলনা। আগে ব্যাট করতে নেমে ঘরোয়া লিগের নিয়মিত তারকা অফ স্পিনার নাহিদুল ইসলামের ঘূর্ণি বোলিং আর পাকিস্তানের তারকা পেসার ফাহিম আশরাফের গতির মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। 

নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে পুরো বিশ ওভার খেলতে পারেনি চট্টগ্রাম। ১৯.৫ ওভারে ১২১ রানে অলআউট হয় চট্টগ্রামের দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন শহিদুল ইসলাম। এছাড়া ২৪ ও ১৯ রান করে করেন নজিবুল্লাহ জাদরান ও তানজিদ হাসান তামিম। বাকি ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।

খুলনার হয়ে নাহিদুল ইসলাম ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় ৪ উইকেট শিকার করেন। ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট নেন ফাহিম আশরাফ। টার্গেট তাড়া করতে নেমে ৩২ রানেই ৩ উইকেট হারায় খুলনা। দুই ওপেনার ইভেন লুইস ও এনামুল হক বিজয়ের পর সাজঘরে ফেরেন ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান শাই হোপ। 

চতুর্থ উইকেটে দলের হাল ধরেন মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেন। তাদের ব্যাটিংয়ে সহজ টার্গেট তাড়ায় জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।দলের জয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন মাহমুদুল হাসান জয়। ২৬ রান করেন আফিফ হোসেন করেন ২৬ রান।

মাত্র ৮ বলে ১৫ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ। বল হাতে ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নাহিদুল ইসলাম।

এএন/০৩