শাবিপ্রবি প্রতিনিধি
জানুয়ারি ২৩, ২০২৪
০২:৩৭ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ২৩, ২০২৪
০২:৩৭ পূর্বাহ্ন
ভালো গবেষণা করতে হলে ভাষাগত দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষনা প্রবন্ধ লিখতে প্রয়োজন সঠিক এবং কার্যকরী ভাষাগত দক্ষতা।’
আজ সোমবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল এসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ‘রাইটিং সেন্টারের কর্মশালা: দৃষ্টিকোণ এবং সম্ভাবনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষনা প্রবন্ধ লিখতে প্রয়োজন সঠিক এবং কার্যকরী ভাষাগত দক্ষতা। এই দক্ষতা বৃদ্ধির জন্যই আজকের এই আয়োজন। তাই ভালো গবেষণা করতে ভাষাগত দক্ষতার কোন বিকল্প নেই।
অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মুহসিন আজিজ খানের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক ইশরাত ইবনে ইসমাইল ও ড. মো. মাহবুবুল হাকিমের সঞ্চালনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।
কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানরা অংশ নেন। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. হোসাইন আল মামুন।