সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৩, ২০২৫
০২:৫২ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২৫
০২:৫২ পূর্বাহ্ন
মন্ট্রিয়লে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৪৩২ বাংলা বর্ষকে বরণ করেছে উদীচী।
রবিবার (২০ এপ্রিল) লাভোয়া স্কুল অডিটোরিয়ামে বর্ষবরণ উপলক্ষ্যে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এর আগে বের করা হয় বর্ণাঢ্যময় এক মঙ্গল শোভাযাত্রার। বৈরী আবহাওয়া সত্বেও মঙ্গল শোভাযাত্রায় কানাডার স্থানীয় সংসদ সদস্য হাউজ ফাদার এ্যান্টোনী এবং কমিশনার সানি মরচ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ দুইশতাধিক লোক অংশ নেন।
মঙ্গল শোভাযাত্রার আহ্বায়ক কমিটির এক সদস্য নিজস্ব উদ্যোগে দেশ থেকে প্লেকার্ড এবং অন্য এক সদস্য নিজস্ব উদ্যোগে কিছু পান্জাবী নিয়ে আসেন ।সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রায় হাজারো মানুষ। অনুষ্ঠানকে মনমুগ্ধকর করতে বিভিন্ন ধাপে অংশ নেন ৯৩ জন শিল্পী।
শুরুতে কমিটির সভাপতি ড. সৈয়দ সাখাওয়াৎ হোসেন শুভেচ্ছা বক্তব্য রাখেন। বাংলাদেশের সদ্যপ্রয়াত কিংবদন্তি তুল্য শিল্পী ড. সানজিদা খাতুনের বাঙালি সংস্কৃতি প্রচার এবং প্রসারে বিশেষ অবদানের জন্য শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সাথে শ্রদ্ধাভরে গানে গানে স্মরণ করা হয় আরেক প্রয়াত লোকসংগীতের বিখ্যাত শিল্পী সুষমা দাসকে। বীর মুক্তিযোদ্ধাদের স্মরন করা হয় একটি পর্বে। প্রতিটি পর্ব পরিবেশনায় শিল্পীরা মুন্সিয়ানার ছাপ রেখেছেন।
নৃত্য কবিতা গানেই অনুষ্ঠান শেষ হয়নি হয়েছে প্রতিবাদও। লাঞ্ছিত নিপীড়িত নারীদের নিয়ে নৃত্যালেখ্য প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানের শেষ পর্বে টরোন্ট থেকে আগত নাট্য সংঘ কানাডা চমত্কার নাটক মঞ্চস্থ করেন। মন্ট্রিয়লের বিজ্ঞ শ্রোতারা আগামীতে বৃহৎ পরিসরে অনুষ্ঠান করার সুপারিশ করেন। এযাবৎকালের মন্ট্রিয়লের সর্বোচ্চ সংখ্যক শিল্পীদের নিয়ে গুনগত মান সম্পন্ন বাঙালিয়ানার অনুষ্ঠানটি পরিচালনার জন্য শর্মিলা ধর সহ মন্ট্রিয়ল উদীচী কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানান ।
এএন/০২