অবিলম্বে নিখোঁজ ইলিয়াছ আলীকে ফিরিয়ে দেওয়ার দাবি ক্যুইবেক বিএনপির

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৩, ২০২৫
০১:৫০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৩, ২০২৫
০১:৫৩ পূর্বাহ্ন



অবিলম্বে নিখোঁজ ইলিয়াছ আলীকে ফিরিয়ে দেওয়ার দাবি ক্যুইবেক বিএনপির
মন্ট্রিয়ল এয়ারপোর্টে নবী হোসেনের সংবর্ধনায় বক্তারা


কানাডা বিএনপির (পূর্ব) সাধারণ সম্পাদক  নবী হোসেনের বাংলাদেশে গমন উলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিদায় নেওয়ার পর ৯ মাস চলে গেলেও এখন পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াছ আলী নিখোঁজরে কোনো হদিস না পাওয়া হাতাশাজনক। তারা অবিলম্বে বিএনপি নেতা নিখোঁজ ইলিয়াছ আলীকে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

সোমবার (২১ এপ্রিল) মন্ট্রিয়ল এয়ারপোর্টে ক্যুইবেক প্রদেশ বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যুইবেক বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি  জাকির আলী (জাকির সাদিক)।

এ সময় উপস্থিতি ছিলেন কানাডা বিএনপি পূর্বের সিনিয়র সহ সভাপতি মারিফুর রহমান মারিফ, ক্যুইবেক বিএনপির সহ সভাপতি ইমতিয়াজ আলী সামী,  আনোয়ার খাঁন লুইস ও ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ চৌধুরী ও আহছানুর রহমান খাঁন, সহ সাধারণ সম্পাদক টিপু উদ্দিন, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম আব্দুল কাদের, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক আহমেদ জাকির, সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ হাসনাত আলী, সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক টিটু মিয়া, সদস্য আব্দুল ওয়াদুদ, ফিরোজ আহমেদ, সাহেদ আহমেদ, সোহেল আহমেদ প্রমূখ।

এএন/০১