কমরেড লেনিন আজও মানবমুক্তির সংগ্রামের অনুপ্রেরণা: মৃত্যু শতবর্ষের আলোচনায় বক্তারা

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৭, ২০২৪
১২:৪৭ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ২৭, ২০২৪
০১:০০ পূর্বাহ্ন



কমরেড লেনিন আজও মানবমুক্তির সংগ্রামের অনুপ্রেরণা: মৃত্যু শতবর্ষের আলোচনায় বক্তারা


বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার কমরেড লেনিনের মৃত্যু শতবর্ষ উপলক্ষে সিলেটে আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘আজ থেকে শতবর্ষ পূর্বে লেনিন মৃত্যু্বরণ করলেও তিনি আজও মানব মুক্তির সংগ্রামের অনুপ্রেরণা ও খুবই প্রাসঙ্গিক এবং সমান প্রয়োজনীয়।’

আজ শুক্রবার (২৬ জানুয়ারী) বিকেল ৫টায় নগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ’সাহিত্য আসর কক্ষে' লেনিন মৃত্যু শতবর্ষ উদযাপন কমিটি, সিলেটের উদ্যোগে এ আলোচনা সভা আয়োজন করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহবায়ক অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য।

আয়োজক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট হুমায়ুন রশীদ সোয়েবের সঞ্চালনায় সভায় আলোচক হিসেবে বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. আবুল কাশেম,  সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।


 এছাড়াও বক্তব্য দেন সিপিবি সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী)'র জেলা  আহ্বায়ক উজ্জ্বল রায়, বাসদ জেলা আহবায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি  সিরাজ আহমদ, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন প্রমুখ। 

আলোচনা সভায় বক্তাগণ বলেন, ‘আজ থেকে শতবর্ষ পূর্বে লেনিন মৃত্যু্বরণ করলেও তিনি আজও মানব মুক্তির সংগ্রামের অনুপ্রেরণা ও খুবই প্রাসঙ্গিক এবং সমান প্রয়োজনীয়। তিনি ছিলেন মার্কস - এঙ্গেলস পরবর্তী বিশ্বে মার্কসবাদের সৃজনশীল তাত্ত্বিক নেতা।’ বক্তারা বলেন, ‘তাঁর নেতৃত্বে ১৯১৭ সালের ০৭ নভেম্বর  রুশ দেশে সর্বহারা শ্রেণি রাষ্ট্র ক্ষমতা দখল করে, প্রতিষ্ঠিত হয় বিশ্বের বুকে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র। ১৯২৪ সালের ২১ জানুয়ারি মাত্র চুয়ান্ন বছর বয়সে চির বিদায় নেন বিপ্লবের মহানায়ক ভ্লাদিমির ইলিচ উইলিয়ানভ লেনিন।’

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘মহামতি লেনিনের মতাদর্শ ও সংগ্রামী জীবনের পথ অনুসরণ করেই আমাদের দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে এবং একটি সাম্যবাদী আন্দোলনের দিকে অগ্রসর হওয়া ছাড়া মানুষের প্রকৃত মুক্তি সম্ভব নয়।’

নেতৃবৃন্দ কমরেড লেনিনের মৃত্যু শতবর্ষে তার বৈপ্লবিক জীবন সংগ্রামকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

সভার শুরুতে কমরেড লেনিনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং কমিউনিস্ট ইন্টারন্যাশনাল এর মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি করা হয়। 


এএফ/১০