ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্সের দাবিতে শ্রমিক ফ্রন্টের মিছিল সমাবেশ

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৯, ২০২৪
০৯:৪৬ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৯, ২০২৪
০৯:৪৬ অপরাহ্ন



ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্সের দাবিতে শ্রমিক ফ্রন্টের মিছিল সমাবেশ


বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান, ব্যাটারিচালিত যানবাহনের হয়রানি-চাদাবাজি বন্ধ- রেকার বিল পূর্বের মতো ৫০০ টাকা নির্ধারণ, নিত্যপণ্যের দাম কমানো, নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যাত্রী ছাউনি নির্মাণের দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখা  উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‌

আজ সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় নগরের মদিনা মার্কেট এলাকার কালিবাড়ী রোডের সম্মুখ থেকে মিছিল বের হয়ে পাঠানটুলা পয়েন্টে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সিলেট মহানগর সংগ্রাম পরিষদের সহ-সভাপতি শহীদ মিয়া, আনোয়ার হোসেন, ইয়াছিন আহমদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর জাহেদ আহমদ, তুহিন আহমদ, মিন্টু যাদব, সংগ্রাম পরিষদ ৮নং ওয়ার্ড শাখার সভাপতি বিলাল হোসেন ও সাধারণ সম্পাদক দিনাজ আহমদ,৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,৩৭নং ওয়ার্ড সভাপতি মোহসিন আহমদ,বড়শালা আঞ্চলিক কমিটির সভাপতি সেলিম আহমদ, টুকেরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি নুরুল ইসলাম,৯নং ওয়ার্ড কমিটির উপদেষ্টা ময়না মিয়া, ফখরুল ইসলাম, আনোয়ার হোসেন কুটি, প্রমুখ।

 বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ‘আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফলে সরকার ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানের জন্য খসড়া নীতিমালা প্রণয়ন করলেও এখন পর্যন্ত তা কার্যকর করেননি। ফলে ব্যাটারি চালিত যানবাহনের শ্রমিকরা হয়রানি-উচ্ছেদ আতংকের মধ্যে প্রতিমূহুর্ত অতিক্রম করতে হচ্ছে।অন্যদিকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজদের চাঁদাবাজির শিকার হচ্ছেন ব্যাটারি চালিত যানবাহনের শ্রমিকরা।’

বক্তারা অবিলম্বে খসড়া নীতিমালা চূড়ান্ত করে বিআরটিএ কর্তৃক ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান,দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট ও নাগরিক জীবনের সহজলভ্য বাহন হিসেবে ব্যাটারি চালিত যানবাহন ট্রাফিক পুলিশ কর্তৃক আটক-হয়রানি বন্ধ,রেকার বিল পূর্বের মতো ৫০০ টাকা নির্ধারণ করা, বিভিন্ন পয়েন্টে ব্যাটারি চালিত যানবাহন কে কেন্দ্র করে চাঁদাবাজি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা নিত্যপণ্যের দাম কমানো, শ্রমজীবী মানুষের জন্য রেশনিং, শ্রমিকদের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের আহ্বান জানান।

সমাবেশে খুলনা সিটি করপোরেশন কর্তৃক ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদের অযৌক্তিক  সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান এবং খুলনার চলমান শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানান।



এএফ/১০