কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সিলেটের বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ

খেলা ডেস্ক


ফেব্রুয়ারি ২১, ২০২৪
০২:০৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২৪
০২:০৩ পূর্বাহ্ন



কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সিলেটের বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ


সিলেট সদর উপজেলার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট খাদিমনগর সিলেট এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন।

মঙ্গলবার ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ভূুইয়া এ,টি,এম উবায়দুল্লাহ।

 অনুষ্ঠানের ১ম পর্বে বিভিন্ন ইভেন্টের খেলা পরিচলনা করা হয়। ২য় পর্বে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয় এবংবাদ জোহর ৩য় পর্বে  আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউটের অধ্যক্ষ ভূুইয়া এ,টি,এম উবায়দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ মো. ছারোয়ারুল আহসান, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ রুহুল আমীন।

প্রতিষ্ঠানের প্রশিক্ষক হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের মূখ্য প্রশিক্ষক ড. মোছা. কোহিনূর রহমান, মূখ্য প্রশিক্ষক আয়শা খাতুন, উর্ধতন প্রশিক্ষক মোছা. উম্মে হাবিবা, প্রশিক্ষক মো. রাকিবুর রহমান, উপসহকারী প্রশিক্ষক সজল কান্তি দাস, শিক্ষার্থী শুভ সরকার ও রিয়া রানী নাথ। 

এএন/০১